বিগ বস ওটিটি ২ বিজয়ী এলভিশ যাদব জড়ালেন আরও এক বিতর্কে। অন্য আরেক ইউটিউবারকে হঠাৎই মারধর করেন তিনি। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। বৃহস্পতিবার রাতে ইউটিউবে ম্যাক্সটার্ন নামে পরিচিত সাগর ঠাকুর এক্স-এ একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করেন যে, এলভিশ এবং তার সঙ্গীরা তাঁকে মারধর করেছে।
অনলাইনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তারপরই ঘটল এমন ঘটনা। এলভিশ যাদব অবশ্য এখনও এই অভিযোগে কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন: ‘অনেক বড়লোক আমায়…’! টাকার ‘লোভে’ রাজ কুন্দ্রাকে বিয়ে? কড়া জবাব শিল্পার
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি কাপড়ের দোকানে সাগর ঠাকুরকে মারধর করছেন এলভিশ। সূত্রের খবর, গুরগাঁওয়ের সেক্টর ৫৩-তে এলভিশ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে সাগর ঠাকুরকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গার শাস্তি), ১৪৯ (বেআইনি জমায়েত), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বনিকে বিয়ের চর্চার মাঝেই কৌশানির কোলে সদ্যোজাত, প্রেমিক জানে বাচ্চার খবর?
এলভিশ যাদবের অতীত বিতর্ক
এই প্রথমবার নয় যে এলভিশ যাদব বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। গত মাসে জয়পুরের একটি রেস্তোরাঁয় এলভিশ যাদবের এক ব্যক্তিকে চড় মারার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এলভিশকে সবার সামনে একজনকে চড় মারতে এবং তারপরে নিজের সুরক্ষা দল নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যেতে দেখা যায়।
এরপরে এলভিশ এই ঘটনার ব্যাখ্যা দেন, যা তাঁর ফ্যান অ্যাকাউন্ট থেকে এক্সে পোস্ট করা হয়েছিল। যারাই অনুরোধ করে, আমি তাঁদেরর সঙ্গে ছবি তুলব। তবে কেউ ব্যক্তিগত মন্তব্য করলে আমি ছেড়ে দেব না।
আরও পড়ুন: ‘একজন সত্যিকারের পুরুষ…’! রিসেপশনের ছবি দেওয়ার নামে, বিয়ে-বিতর্কে সাফাই দিলেন শ্রীময়ীর কাঞ্চন?
২০২৩ সালের ৩ নভেম্বর নয়ডার সেক্টর ৫১-এর একটি পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগে ইউটিউবার এলভিশ যাদব-সহ ছয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২০ এ(অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়।
গত সপ্তাহে একটি মিউজিক ভিডিওতে সাপ ব্যবহারের অভিযোগে এলভিশ যাদব ও গায়ক রাহুল যাদব ওরফে ফাজিলপুরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর তারপরই অভিযোগকারী নিজের জীবনের হুমকি দেখিয়ে নিরাপত্তা চেয়েছিলেন।