কমেডি দুনিয়ার বাদশা বলা হয় জনি লিভারকে। বহু বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। শাহরুখ খান, অক্ষয় কুমার, ধর্মেন্দ্র সহ তাঁর কেরিয়ারে প্রায় প্রতিটি বড় সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। তাঁদের অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিজস্ব ভঙ্গিমায় ভাগ করে নিয়েছেন জনি লিভার। ধর্মেন্দ্র খুবই পছন্দের অভিনেতা জনি লিভারের। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সেই প্রসঙ্গেও জানিয়েছেন কমেডিয়ান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুপারস্টার ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন কৌতুক অভিনেতা। রণবীর এলাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারের সময় জনি বলেছেন, ‘ধরম পাজি খুব সাহসী ব্যক্তিত্ব। পর্দায় যেমন বাস্তবেও ঠিক একই রকমের। কাউকে ভয় পান না। খুব সুন্দর মানুষ, খুব ডাউন-টু-আর্থ। কিন্তু মাথা গরম করলে নিজেকে সামলাতে পারেন না তিনি। ওঁর গল্প আছে একটা’।
আরও পড়ুন: এই বছর জুনে মুক্তি পাচ্ছে 'ইশক ভিশক'-এর সিক্যুয়েল, ডেবিউ করছেন হৃতিকের বোন পশমিনা
আরও পড়ুন: এ আর মুরুগাডোসে নাকি কবীর খান, কার ছবি নিয়ে বেশি উৎসাহ সলমনের: রিপোর্ট
ভক্তকে চড় মেরেছিলেন ধর্মেন্দ্র
ঘটনার কথা স্মরণ করে জনি লিভার বলেছেন, একবার লিফটে এক ভক্তের সঙ্গে দেখা হয়েছিল ধর্মেন্দ্রর। সেই ভক্ত বলেছিলেন, প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখে তিনি বিশ্বাস করতে পারছেন না। এর পরে ধরমজি ভক্তকে সপাটে চড় মেরে বলেন, ‘এবার বিশ্বাস হল তো’। জনি আরও বলেছিলেন যে, একজন ধর্মেন্দ্র এবং অন্যজন ছিলেন বিনোদ খান্না, তারা দুজনই খুব সাহসী ছিলেন। লোকেরা তাঁদের ভয় পেত, তবে ধর্মেন্দ্রকে বেশ কয়েকবার আদালতের চক্কর কাটতে হয়েছিল।
আরও পড়ুন: চোট পেয়ে হাতে বেল্ট পরা, তাও জিমে কঠোর পরিশ্রম ভিকির, রইল অবাক করা ভিডিয়ো
পরে তারা বুঝতে পেরেছিল তারা কী গ্যাড়াকলের মধ্যে পড়েছেন। এই সব একটি নির্দিষ্ট বয়সে ঘটে, কিন্তু পরে বুঝতে পারেন এগুলো তাঁদের করা ঠিক হয়নি। জনি বলেছিলেন যে তিনি ধর্মেন্দ্রর একজন বড় ভক্ত এবং তিনি 'ফুল অউর পাথ্থার' ১৫ বার দেখেছেন।
গোবিন্দা সম্পর্কে বলেছেন
গোবিন্দাকে নিয়েও কথা বলেছেন অভিনেতা। 'লাভ 86' ছবিতে গোবিন্দার সঙ্গে কাজ করেছিলেন জনি লিভার। জনি বলেছেন, তিনি গোবিন্দার সঙ্গে কাজ করাটা উপভোগ করেছেন। তাঁদের এখনও মাঝে মধ্যে দেখা হয়।