তিন দশকের অভিনয় কেরিয়ারে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা সলমন খান। তার বেশ কিছু হিট সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সেগুলির মধ্যে রয়েছে- ‘যোদ্ধা’, ‘জানে মান’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কিক’-এর মতো সিনেমা।
২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। এর মাধ্যমে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অভিষেক ঘটে পরিচালক হিসেবে। এরপর কেটে গিয়েছে ১০ বছর। কিন্তু আর কোনও সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। একাধিক রিপোর্ট অনুসারে, দীর্ঘ বিরতির পর বড় বাজেটের একটি সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সলমন-সাজিদ। পরিচালক এ আর মুরুগাডোসের সঙ্গেই কাজ করবেন সলমন। আরও পড়ুন: চোট পেয়ে হাতে বেল্ট পরা, তাও জিমে কঠোর পরিশ্রম ভিকির, রইল অবাক করা ভিডিয়ো
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, সূত্র জানিয়েছে সলমন এবং সাজিদ ‘কভি ইদ কভি দিওয়ালি’ নামে একটি ছবিতে কাজ করতে চলেছেন। কিন্তু আর্থিক কারণে আপতত বাদের খাতাতেই রাখা হয়েছে ছবি। আরও পড়ুন: মুম্বই-শিলং, ২৮ বছর লং ডিসট্যান্সে সংসার করছেন, চিনে নিন আলকা ইয়াগনিকের স্বামীকে
একই সঙ্গে শোনা যাচ্ছে, কবীর খানের একটি সিনেমা নিয়ে কিছু দিন আগেই সলমনের সঙ্গে কথা বলেছিলেন সাজিদ। এরপর এ আর মুরুগাডোসের প্রোজেক্ট নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। সলমন এ আর মুরুগাডোসের প্রোজেক্টে বেশি উৎসাহ দেখিয়েছেন।
কিন্তু এখনও কবীর খানের সিনেমা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত সামনে আসেনি। সূত্র আরও জানাচ্ছে, সলমন নাকি কবীর খানের প্রোজেক্টের ফলোআপ রাখছেন। এদিকে সলমনের হাতে ইতিমধ্যেই রয়েছে গুরুত্বপূর্ণ ছবি। সল্লুকে দেখা যাবে করণ জোহর প্রযোজিত 'দ্য বুল' ছবিতে। বিষ্ণুবর্ধন পরিচালিত 'দ্য বুল' ছবিতে সলমন ব্রিগেডিয়ার ফারুখ বুলসার চরিত্রে অভিনয় করবেন। দেশপ্রেমের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবির গল্প। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সলমন ছবিতে তাঁর চরিত্রকে তুলে ধরার জন্য কঠোর শারীরিক পরিশ্রম করছেন, নিজের চেহারায় সম্পূর্ণ বদল আনছেন।
অন্যদিকে পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, এ আর মুরুগাডোসের প্রোজেক্ট নিয়ে আগেই এ বিষয় সূত্র বলেছেন, ‘সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার শ্যুটিং হবে ভারত, পর্তুগাল সহ ইউরোপের বেশ কিছু দেশে হবে। সাজিদের এটি একটি স্বপ্নের প্রজেক্ট। খুব শিঘ্রই শ্যুটিং শুরু করবেন। ২০২৫ সালের ইদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।’