মাত্র এক সপ্তাহ আগের ঘটনা। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাতে চোট পান অভিনেতা ভিকি কৌশল। নতুন সিনেমা ‘ছাবা’র শ্যুটিং চলছিল। সেখানেই নাকি মারামারি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাতে চোট পান। বাম হাতে আর কাঁধে মারাত্মক চোট পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শে প্লাস্টারও করতে হয়েছে অভিনেতাকে। এই ছবিতে ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকিকে।
চোট পেয়েও শরীরচর্চা থামিয়ে রাখেননি ভিকি কৌশল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি। সেখানে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাহিল হয়েও শ্যুটিংয়ের জন্য নিজেকে কড়াভাবে প্রস্তুত করছেন অভিনেতা। চোটের জন্য এক হাতে বেল্ট পরা থাকলেও অন্য হাত ব্যবহার করে জিমে পেশিশক্তি বাড়াচ্ছেন। ভিকির শেয়ার করা সেই ভিডিয়োই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: মুম্বই-শিলং, ২৮ বছর লং ডিসট্যান্সে সংসার করছেন, চিনে নিন আলকা ইয়াগনিকের স্বামীকে
অভিনেতাকে এক হাতে শারীরিক কসরত করতে দেখে রীতিমতো অবাক ভক্তরা। চোট বিশেষ গুরুতর নয়। আপাতত কয়েক দিনের জন্য শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন ভিকি। সুস্থ হয়ে শীঘ্রই ফিরবেন সেটে। আরও পড়ুন: 'পরিবার তখন উদ্বিগ্ন, আমরা…', প্রথম বিবাহবার্ষিকীতে অজানা গল্প ফাঁস করলেন স্বরা
লক্ষ্মণ উতেকরের ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন ভিকি। পিরিয়ডিক এই ছবির নাম ‘ছাবা’। ভিকির বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। আর ইয়েসুবাই ভোঁসলে হয়ে উঠবেন রশ্মিকা। শোনা গিয়েছে, আশুতোষ রানা এবং অক্ষয় খন্নাও এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন
প্রসঙ্গত, এই প্রথম কোনও ছবিতে ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। একবার একদম নতুন ধরনের চরিত্রে, নতুন অবতারে ধরা দিতে চলেছেন উড়ি খ্যাত অভিনেতা। লক্ষ্মণ উতেকরের ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন ভিকি। ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে হলেন ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছত্রপতি শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে লক্ষ্মণ উতরেকর জানিয়েছিলেন, ‘ওর (ভিকি কৌশল) উচ্চতা, দেহের গড়ন, ব্যক্তিত্ব সহ অনেক কিছুই ছত্রপতি সম্ভাজি মহারাজের সঙ্গে বেশ মিল আছে। এছাড়া দুর্দান্ত অভিনয় করে ও। আমরা কোনও রকমের লুক টেস্ট করিনি। আমি নিশ্চিত ছিলাম যে সম্ভাজির চরিত্রে ওই অভিনয় করবে, ওকেই মানাবে’। ছবির জন্য অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ, ঘোড়া চালানো সহ অন্যান্য জিনিস শিখতে হয়েছে অভিনেতাকে।