
অভিনেত্রী নয় ‘জুন আন্টি’র দেখা মিলল অন্য রূপে, সুখবর দিলেন ঊষসী চক্রবর্তী
১ মিনিটে পড়ুন . Updated: 11 Dec 2020, 07:17 PM IST- অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর প্রথম মিউজিক অ্যালবাম ‘সকল রসের ধারা’ মুক্তি পেল।
‘শ্রীময়ী’র জুন আন্টিকে কে না চেনেন। অভিনয় প্রতিভার মাধ্যমে ইতিমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন শ্যামল চক্রবর্তীর সুযোগ্য কন্যা ঊষসী চক্রবর্তী। এবার সেই জুন আন্টিকে দেখা যাবে অন্য ভূমিকায়। অভিনেত্রী নয় গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন টলিগঞ্জের এই তারকা।
একথা কারুরই অজানা নয়, গানের গলা বেশ ভালো ঊষসীর। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর গান বারবারই মুগ্ধ করেছে দর্শকদের। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা, এসেছে গান রেকর্ড করার আর্জিও। সেই আবেদনেই বোধহয় এতোদিনে সাড়া দিলেন ঊষসী।
ইতিমধ্যেই সেই মিউজিক অ্যালবাম রিলিজ করেছে। এটিই অভিনেত্রীর প্রথম মিউজিক অ্যালবাম। নাম ‘সকল রসের ধারা’। ভিডিয়োতে মাইক্রোফোনের সামনে গাইতে দেখা গিয়েছে অভিনেত্রী তথা গায়িকাকে। ঊষসীর গাওয়া রবীন্দ্র সঙ্গীত ‘আমার সকল রসের ধারা’ মুক্তি পেয়েচে গাথানি মিউজিক লেবেল থেকে। মিউজিক অ্যালবামে ঊষসীর সঙ্গে গলা মিলিয়েছেন অনুষ্কা দাস। অ্যালবামের মিউজিক আয়োজনে রয়েছে সানাই।
ছোট থেকেই গান খুব ভালোবাসেন ঊষসী চক্রবর্তী। মায়ের কাছেই প্রথম গান শিখেছেন তিনি। তবে নিজেদের ব্যান্ড খুলতে চান এমনটাই জানা গিয়েছে। এরমধ্যে রাজনীতিতে ঊষসীর আসার কথাও শোনা যাচ্ছে। তবে অভিনেত্রী রাজনীতিতে পা রাখবেন কিনা তা এখনো স্পষ্ট জানা যায়নি।