কাজল-তনিশা থেকে শুরু করে তাঁদের কাজিন শর্বানী মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সুমনা চক্রবর্তীদের দেখা মিলল শনিবার জুহুর দুর্গাপুজো প্যান্ডেলে। দেখুন ছবি-
1/5প্রতিবছরের মতো এবারও দুর্গাপুজোয় একসঙ্গে দেখা মিলল কাজল, তনিশা ও তাঁদের কাজিন বোন শর্বানী মুখোপাধ্যায়। শনিবার জুহুর এক দুর্গাপুজোয় গিয়েছিলেন তাঁরা। তবে আসেননি অয়ন মুখোপাধ্যায় আর তনুজা।
2/5জুহুর এই প্যান্ডেলে কাকা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে আড্ডা জমাতে দেখা গেল কাজল আর তনিশাকে। যদিও দেবের ছেলে অর্থাৎ অয়ন মুখোপাধ্যায় এদিন আসেননি মণ্ডপে।
3/5সালোয়ার স্যুট পরেছিলেন তনিষ্কা। আর কাজল পরেছিলেন হলুদ রঙের শাড়ি। খুব সামান্য মেকআপেই দুই বোন এসেছিলেন দুর্গা দর্শনে। সবচেয়ে বেশি নজর টেনেছে তনিশার কানের সবুজ ঝুমকো।
4/5কাজল আর তনিশার শর্বানী মুখোপাধ্যায় পরেছিলেন নীল রঙের সালোয়ার। কানে এডির দুল। কাজলের বাবা শমু মুখোপাধ্যায়ের দাদার মেয়ে।
5/5কপিল শর্মা শো-খ্যাত সুমনা চক্রবর্তীরও এদিন দেখা মিলল জুহুর এই পুজোয়। পোলকা ডটের শাড়ি আর লাল ব্লাউজ পরে এসেছিলেন তিনি।