‘বালিকা বধু’ প্রত্যুষা মারা গিয়েছে প্রায় পাঁচ বছর। তাঁর সঙ্গে বেশ কিছুদিনের সম্পর্ক ছিল প্রযোজক বিকাশ গুপ্তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন বিকাশ। প্রয়াত অভিনেত্রীকে নিয়ে পুরনো কাসুন্দি ঘাটার বিষয় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি।
সদ্য এক সাক্ষাৎকারে বিকাশ বলেছিলেন, তাঁর এবং প্রত্যুষার অল্প কিছুদিনের সম্পর্ক ছিল। কিন্তু তিনি উভয়কামী জানতে পেরে প্রত্যুষা সম্পর্ক ছেড়ে চলে যায়। এই নিয়ে অভিনেত্রীর ওপর বেশ ক্ষুব্ধ ছিলেন তিনি বলে জানান। দীর্ঘ সময় প্রত্যুষাকে এড়িয়ে চলার বিষয়টিও তিনি খোলসা করেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক কাম্যা। তাঁর কথায়, ‘বিকাশের কি খ্য়াতির প্রয়োজন পড়েছে নাকি?’
এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী কাম্যা পাঞ্জাবী বলেন, যে এই দুনিয়াতে নেই তাঁর বিষয় মন্তব্য করাটা কি খুব প্রয়োজন আছে। এটা সত্যি না মিথ্য়ে সেটা প্রত্যুষা এসে বলতে পারবে না। তাঁর কথায়, ‘অতীত নিয়ে এতটা মাতামাতি কেন করছে বিকাশ? কী চাই ওর? খ্যাতি? নাম? আমি একেবারেই ব্যাপারটা ভালোভাবে নিতে পারছি না’।
যদিও এই বিষয় এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রত্যুষার প্রাক্তন প্রেমিক রাহুল রাজ সিং। তিনি জানিয়েছিলেন, বিকাশ প্রত্যুষাকে প্রেম প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। রাহুলকে সেকথা নিজেই জানিয়েছিলেন প্রত্যুষা। রাহুলের কথায়, বিকাশ-প্রত্যুষা একে অপরকে কখনো ডেট করেননি। বিকাশ এসব খ্যাতি পাওয়ার জন্য বলছে। প্রত্যুষা বেঁচে থাকলে বিকাশকে ঠাস করে চড় মারত।
‘বালিকা বধু’তে অভিনয় করে খ্যতির শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী প্রত্যুষা। ২০১৬ সালের ১ এপ্রিল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।