বিয়ের বয়স সবে ২৩ দিন! নতুন বউকে নিয়ে দোলের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন কাঞ্চন মল্লিক। কাঞ্চনের ঘরে রয়েছেন রাধা-মাধব, তাঁকে আবিরে রাঙিয়েই শুরু হয় জুটির দোল উদযাপন। বিয়ে নিয়ে যতই বিতর্ক থাকুক, বসন্ত উৎসবে প্রেমের জোয়ারে ভেসেছেন দুজনে।
দোলে এর আগে Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, 'দোল তো অবশ্যই খেলব। বাড়ির ছাদে, কারণ নাহলে ঘর নষ্ট হয়। আর আমি তো আবির খেলি, রং-এ যে এলার্জি আছে। তারপর বাড়িতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন হয়েছে। মেনু হল মাংস, ভাত, চিংড়ি মাছের মালাইকারি। তবে এর পুরোটাই হবে আমার-কাঞ্চনের বাড়িতে। দোলের দিন ক্লাবে বা অন্যকোথাও গিয়ে খেলি না। বাড়িতে আমার দাদা-বউদি, ভাসুর-জা, আমার বোন ওর ছোট্ট বাচ্চা, এরাঁ সকলে আসবে। তবে আমার দিদি আসতে পারবে না, ও বাইরে থাকে তাই। আমার সবাই মিলে গানবাজনা করব, আড্ডা দেব, ছবি তুলব। বাড়ি পুরো জমজমাট থাকবে। হাউস পার্টি বলতে পারেন।
ঠিক যেমনটা বলেছিলেন, তেমনটাই ঘটেছে। দোলের দিন রাত ১২টার সময় নিজের হাতে ঠাণ্ডাই বানাতে দেখা গেল শ্রীময়ীকে। তারপর রাত পোশাকেই পরিবারের সদস্যদের সঙ্গে মিলে জমিয়ে পার্টি করতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে। ঠাণ্ডাই বানাতে বানাতে শ্রীময়ী বললেন, ‘ঠাণ্ডাই বানানো হচ্ছে…’। তারপরই হাসতে শুরু করলেন। বললেন, ‘আজকে আমাদের ব্যাপক মেনু। দুপুরে খাঁসির মাংস, ভাত। দুপুর নয়, ওটা বিকের ৫টায় খাওয়া হয়েছে। আর ঘুম থেকে উঠে বাসি লুচি আর আলুর দম। আর রাতে চিংড়ি মাছের মালাইকারি, শুঁটকি মাছের চচ্চড়ি। আর তারপর দুধ দিয়ে বানানো ঠাণ্ডাই। জানি না, বাকি যারা এসেছে তারা সুস্থভাবে বাড়ি যাবে নাকি তাঁদের পরিচিত হাসপাতালে…।’ ঠিক তখনই পিছন থেকে কাঞ্চনের গলায় শোনা গেল বেলেঘাটা আইডি…।
আরও পড়ুন-‘রাধামাধবকে আবির দিয়ে তবেই দোল খেলতে পারব’, নাম সংকীর্তনও করবেন কাঞ্চন-শ্রীময়ী
রাতের হাউস পার্টির একাধিক ভিডিয়ো নিজের ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন শ্রীময়ী। যেখানে দোল খেলার পর পরিবারের সকলের সঙ্গে আড্ডা দিতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে, সঙ্গে চলল গান বাজনা। সকলকে গাইতে শোনা গেল, ‘ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাব না…’
এদিকে দোলের দিন সকালে শ্রীময়ী চট্টরাজ বেছে নিয়েছিলেন লাল পেড়ে সাদা শাড়ি। মাথায় দিয়েছিলেন হলুদ গাঁদার মালা, গলায় আর কানে ছিল জাঙ্ক জুয়েলারি। কাঞ্চনের দেখা মিলেছিল সাদা পাঞ্জাবিতে। গালে আবির ছুঁইয়েছিলেন পরস্পরের, শুধু কী রঙ লাগিয়েছেন! এদিন শ্রীময়ীর চোখে ডুবেছিলেন কাঞ্চন। নতুন বউয়ের উপর থেকে যেন চোখ ফেরাতেই পারছিলেন না উত্তরপাড়ার বিধায়ক।