বাংলা নিউজ > বায়োস্কোপ > নন্দিতা দাসের নির্দেশ, কমেডি শো ছেড়ে এবার ‘ডেলিভারি বয়’ হিসেবে হাজির হবেন কপিল!

নন্দিতা দাসের নির্দেশ, কমেডি শো ছেড়ে এবার ‘ডেলিভারি বয়’ হিসেবে হাজির হবেন কপিল!

নন্দিতা দাস, সাহানা এবং স্ত্রী গিনির সঙ্গে কপিল।

ফের বড়পর্দায় কামব্যাক করছেন কপিল শর্মা। সৌজন্যে বিখ্যাত অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের আসন্ন ছবি।

ফের বড়পর্দায় কামব্যাক করছেন কপিল শর্মা। সৌজন্যে বিখ্যাত অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের আসন্ন ছবি।এই ছবিতে কপিলকে দেখা যাবে এক খাবার ডেলিভারি বয়ের ভূমিকায়।  থাকছেন সাহানা গোস্বামী-ও। ছবিতে কপিলের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে কাজ করার জন্য বেশ কিছুদিনের জন্য নিজের জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো' থেকেও ছুটি নিচ্ছেন তিনি। চলতি মাসের শেষভাগে ওড়িশার ভুবনেশ্বরে শুরু হবে এই ছবির শ্যুটিং। 

প্রসঙ্গত,২০১৫ সালে আব্বাস-মাস্তানের পরিচালনায় 'কিস কিস কো প্যায়ার করু' ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন কপিল।এর দু'বছর পর ‘ফিরাঙ্গী'। তবে সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর বড়পর্দায় দেখা যায়নি কপিলকে। এবার তাঁর নয়া প্রজেক্টের ব্যাপারে মুখ খুলেছেন কপিল, 'ফের বড়পর্দায় ফিরছি এইজন্য যতটা তা আনন্দিত তার থেকে বেশি উত্তেজিত নন্দিতা দাসের পরিচালনায় কাজ করতে পারব বলে। ওঁর অভিনয় এবং পরিচালনা দু'টি ব্যাপারের সঙ্গেই পরিচিত আমি। পরিচালক হিসেবে ওঁর সিনেমাবোধ এবং যেভাবে প্রতিটি ব্যাপারের খুঁটিনাটি বিষয়কে পর্দায় পেশ করেন, তা এককথায় অসাধারণ। জীবনের প্রতি গভীর বোধ না থাকলে যা হয় না। আমি যে কাজ করি তার থেকে ওঁর কাজটি সম্পূর্ণ আলাদা। তাই অভিনেতা হিসেবে উনি যা বলবেন তাই মেনে চলবে। আশা করি, এই ছবির মাধ্যমে আমার একটি নতুন রূপ দর্শক আবিষ্কার করবেন।' 

অন্যদিকে নন্দিতার চোখে কপিল একজন 'কমন ম্যান' অর্থাৎ আদ্যপান্ত সাধারণ মানুষ। তিনি আরও জানান কপিলকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না। একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে কপিলের শো-এর ঝলক তাঁর ফোনে ভেসে উঠেছিল। তারপর তিনি কপিলের শো দেখেন। এবং বোঝেন ' বর্তমানে একজন জনপ্রিয় তারকা হয়েও কোথাও যেন আর পাঁচজন অত্যন্ত সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে চলেছেন কপিল।'

বন্ধ করুন