বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar: ভূমিষ্ট হল রণবীর-আলিয়ার প্রথম সন্তান, 'গর্বিত দাদু' হলেন করণ জোহর

Karan Johar: ভূমিষ্ট হল রণবীর-আলিয়ার প্রথম সন্তান, 'গর্বিত দাদু' হলেন করণ জোহর

'গর্বিত দাদু' করণ জোহর

Karan Johar: রবিবার, ৬ নভেম্বর ভূমিষ্ট হল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। আর সেই বিষয়ে নিয়ে নিজের অনুভূতি লিখলেন পরিচালক করণ জোহর।

রণবীর-আলিয়ার কন্যাসন্তানের খবর জেনে দারুন উচ্ছ্বসিত পরিচালক করণ জোহর। তিনি আলিয়াকে নিজের কন্যা মানেন। আর এই আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য করণ জোহর ইনস্টাগ্রামে নিজের মনের অনুভূতি লিখলেন। ভক্তরা মজা করে লিখছে, যে আগামীতে কাপুর পরিবারের এই খুদে সদস্যকে স্টুডেন্ট অব দ্যা ইয়ারের কোনও পর্বে দেখা যাবে। এই বিষয়ে উল্লেখযোগ্য, ২০১২ সালে করণ জোহরের হাত ধরেই আলিয়া ভাটের অভিষেক হয়েছিল বলিউডে।

করণ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন আজ। রণবীর-আলিয়ার বিয়ের দিনের একটি ফটো শেয়ার করে তিনি লেখেন 'আমার হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ। ছোট মেয়েটিকে আগমন জানাই, তোমার জন্য অনেক আদর-ভালোবাসা অপেক্ষা করে আছে।' একই সঙ্গে তিনি এই পোস্টে রণবীর এবং আলিয়াকে ভালোবাসা জানান। এবং নিজেকে 'গর্বিত দাদু' বলে দাবি করেন।

এই পোস্টে এক ভক্ত কমেন্ট করেন, 'স্টুডেন্ট অব দ্যা ইয়ার ১২ এর নায়িকাকে পাওয়া গেল।' আরেক ভক্ত লেখেন, 'স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২০৪৪ এর কাস্টিং সর্টেড!' আবার কেউ লিখেছেন 'অভিনন্দন করণ, আপনি আপনার স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২৭ এর নতুন নায়িকা পেয়ে গেলেন।'

কেউ কেউ আবার শুভেচ্ছা জানিয়েছেন করণকে। একজন লিখেছেন, 'পৃথিবীতে এখন সব থেকে খুশি ব্যক্তি হলেন করণ।' কারও মতে দাদুর পরি এসে গিয়েছে। এক কথায় শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে করণ জোহরের পোস্ট।

এর আগেও রণবীর কাপুর, আলিয়া ভাটের বিয়ের দিনেও করণ একটি আবেগঘন পোস্ট লিখেছিলেন। তিনি জানিয়েছিলেন এই দিনটার জন্য তাঁরা সকলেই অপেক্ষা করেছিলেন।

বন্ধ করুন