পরনে কালো ভেলভেটের প্যান্ট, ভেলভেটের হিরে বসানো ডিজাইনার জ্যাকেট, সঙ্গে মসলিন কালো শার্ট। নাহ কোনও নামী মডেল নন, এমন পোশাকেই র্যাম্পে হাঁটলেন 'ওয়ান অ্যান্ড অনলি' করণ জোহর। তাঁর চোখে চশমা, শার্টের ফাঁক দিয়ে দৃশ্যমান গলায় হার। র্যাম্পে হেঁটে ফের একবার চর্চায় উঠে এলেন করণ।
ফ্যাশান দুনিয়ায় ২০ বছর পার করেছেন সেলিব্রিটি ডিজাইনার নন্দিতা মহতানি। সেই উপলক্ষেই তিনি মুম্বইতে একটা ফ্যাশান শোয়ের আয়োজন করেছিলেন। আর সেখানে show-stopper হয়ে হাজির করণ। KJO-কে এভাবে মডেল হয়ে র্যাম্পে হাঁটতে দেখে মুগ্ধ নেটপাড়া। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে করণের র্যাম্পে হাঁটার ভিডিয়ো।
নন্দিতার শোয়ে র্যাম্পে হাঁটার প্রসঙ্গে করণ বলেন, ‘আমি নন্দিতাকে কয়েক দশক ধরে চিনি, আজকে র্যাম্পে হাঁটার অর্থ শুধু ফ্যাশন নয়, এটা আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা এবং অতীত থেকে এখনও পর্যন্ত বয়ে চলা একটা সুন্দর সম্পর্কের প্রতিচ্ছবি। আমি প্রথমবার র্যাম্পে হেঁটেছিলাম নন্দীর জন্য আর এবারও ওর জন্যই হাঁটলাম।’
আরও পড়ুন-নাতনি রাহাকে নিয়ে আলিয়ার মায়ের সঙ্গে যুদ্ধ চলে! একী কথা ফাঁস করলেন রণবীরের মা নীতু
মুম্বইয়ে আয়োজিত এই ফ্যাশান শোয়ের মাধ্যমে ডিজাইনার নন্দিতা মহতানি তাঁর ডিজাইন করা নতুন কালেকশনগুলি তুলে ধরেছেন। সেখানে পুরুষদের জন্য তাঁর ডিজাইন করা সাদা, গাঢ় কালো থেকে গোলাপী এবং লাল রঙের নানান ডিজাইনের প্যান্টও রয়েছে। এছাড়া রয়েছে ওভারসাইজ ব্লেজার, শার্ট, যেগুলির ডিজাইনে Y2K-র প্রভাব রয়েছে। মহিলাদের জন্য রয়েছে মিনি স্কার্ট, বিভিন্ন ধরনের টপস আরও কত কী…।
তবে শুধু করণই নন, এই শোয়ে সানি লিওন, কুবরা সাইত, মণীশ মালহোত্রা, দিনো মোরিয়া, ফারদিন খান, নীলম কোঠারি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।