সিনেমার পর্দায় 'লভ স্টোরি' বলতে সিদ্ধহস্ত করণ জোহর। 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে শুরু করে রকি উর রানি কি প্রেম কাহানি, করণের প্রায় সব ছবিতে সাধারণত উঠে আসে রঙিন, গ্ল্যামারাস প্রেমের গল্প। তবে এবার একটু অন্যধরনের প্রেমের গল্প বলতে চলেছেন করণ। যে প্রেমে গ্ল্যামার প্রায় নেই বললেই চলে, আছে কঠিন, রূঢ় বাস্তব।
৬জন বাস্তব দম্পতিদের গল্প নিয়ে আসছে করণ জোহরের নতুন সিরিজ 'লাভ স্টোরিয়াঁ'। আর এই প্রেমের সিরিজের প্রচারে নেমে নিজের জনপ্রিয় ‘কুছ কুছ হোতা হ্যায়’, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মতো ছবির কড়া সমালোচনা করেছেন করণ। করণের মুখে নিজের ছবির সমালোচনা শুনে হতবাক নেটপাড়া।
ঠিক কী বলেছেন করণ?
করণ বলেন, ‘আমার ছবিতে প্রেম করা সহজ। কুছ কুছ হোতা হ্যায়-তে আমরা শিখেছি যে প্রেম হল বন্ধুত্ব। তবে সিনেমার দ্বিতীয় পর্যায়ে সেই বন্ধুরা না হয় হট, কিংবা সংস্কারি হয়ে উঠেছিল। আবার রকি অউর রানি কি প্রেম কাহানিতে জটিল প্রেমের গল্প রয়েছে। সেখানে ঠাকুরদার প্রাক্তন বান্ধবীর নাতনির সঙ্গে রোম্যান্স করা এবং নিজের ঠাকুমার সঙ্গেই দাদুকে প্রতারণা করতে সাহায্য করা হয়। তবে সমস্যা যাই হোক না কেন, আমি গান, গ্লিসারিন এবং আলিঙ্গনের মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলি। আর এই সবই রয়েছে, K3G-ছবিতেও। তবে বাস্তবে আদৌও প্রেম এমন হয় না। বাস্তবে প্রেমকে অনেক লড়াই করতে হয় ঘৃণা, কুসংস্কার ও ভয়ের বিরুদ্ধে। আমি এবার এমনই কিছু বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকাদের ৬টি গল্প নিয়ে আসছি, নাম ’লাভ স্টোরিয়াঁ'।
আরও পড়ুন-'পরে কিংবা না পরে', ব্রালেটে মধুমিতার ফটোশ্যুট, ক্যাপশান দেখে চোখ কপালে উঠল নেটপাড়ার…
প্রসঙ্গত, করণ জোহর প্রযোজিত এই ‘লাভ স্টোরিয়াঁ’তে মোট ৬টি গল্প রয়েছে। তবে এগুলির পরিচালনা করণ নিজে করছেন না, তিনি এখানে প্রযোজকের ভূমিকায়। এই গল্পগুলি মোট ৬জন পরিচালক পরিচালনা করেছেন। এদের মধ্যে রয়েছেন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি’কুনহা, হার্দিক মেহতা, শাজিয়া ইকবাল এবং বিবেক সোনি। ‘লাভ স্টোরিয়াঁ’র প্রযোজনা করবে করনের ধর্মাটিক এন্টারটেইনমেন্ট।