বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar: ‘আমার নামে অনেক ভুলভাল লেখা হয়েছে’, হঠাৎ কোন খবরে এত বিরক্ত হলেন করণ জোহর?

Karan Johar: ‘আমার নামে অনেক ভুলভাল লেখা হয়েছে’, হঠাৎ কোন খবরে এত বিরক্ত হলেন করণ জোহর?

ট্রোলিং নিয়ে ক্ষোভ করণ জোহরের। 

করণ জোহরের ব্যক্তিগত জীবন শুধু নয়, কর্মজীবনও সবসময় থাকে সমালোচনায়। তিনি কাকে কাকে কাজের সুযোগ দিলেন, কেন দিলেন, সেটা নিয়েই চর্চা ওঠে। এমনকী সুশান্ত সিং রাজপুতের মারা যাওয়ার কারণ হিসেবে অনেকেই তাঁর দিকে আঙুল তুলেছিল। সবটা নিয়ে গর্জে উঠলেন তিনি সম্প্রতি। 

২০২০ সালের করোনা মহামারীর সেই দুঃসময়ে বলিউড থেকে এসেছিল আরও একটা খারাপ খবর। আর সেটা হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। অভিনেতার এভাবে চলে যাওয়া সেইসময় কেউ মেনে নিতে পারেনি। ফলত বলিউডের উপর উঠতে থাকে একটার পর একটা অভিযোগ। যার মধ্যে সবচেয়ে বড় ছিল নেপোটিজম বিতর্ক। আর এর কেন্দ্রবিন্দু হিসেবে বারবার উঠে এসেছিল একটাই নাম, আর তা হল করণ জোহর। বলিউডের ‘নোংরা রাজনীতির’ ধর্তাকর্তা হিসেবেও তাকেই পয়েন্টআউট করা হয়েছিল। সম্প্রতি সেই সময়কার পরিস্থিতি নিয়ে কথা বললেন পরিচালক-প্রযোজক করণ। 

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউড কেরিয়ার শুরু হয়েছে অনেক তারকা সন্তানদের। ফলে স্বজনপোষণের ধারক-বাহক হিসেবে বরাবরই তাঁর নাম উঠে আসে (অবশ্যই কঙ্গনা আগুনে ঘি ঢালার পর থেকে), যা সেইসময় আরও বেড়ে গিয়েছিল। করণের হাত ধরে বলি ডেবিউ হয়েছিল বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ইশান খট্টরের। খুব জলদি সেই তালিকায় জুড়বে শানায়া কাপুরের নাম। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি তাঁকে বলতে শোনা যায়, ‘এইসব ট্রোলিং আর সমালোচনার ফলে বলিউড সত্যিই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এটা মোটেও কোনও ভালো সময় ছিল না। আমার অন্তত মনে হয় এই সব নেতিবাচক জিনিসের কেন্দ্রবিন্দুতে ছিলাম আমি। এটা এমন একটা জিনিস যা আমি কখনও কল্পনাও করিনি হতে পারে বলে। আমাকে নিয়ে যা যা লেখা হয়েছে তার অধিকাংশই ভুল, ঠিক হয়নি ওভাবে লেখা।’

করণর মতে নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় রাস্তা ছিল তাঁর কাছে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। আর সেটাই তিনি করেছিলেন। তাঁর মতে, ‘এর পরেও একজনকে মাথা ওঠাতে হবে আর এগিয়ে যেতে হবে। কারণ আমাকে কৈফিয়ত দিতে হয় আমার কোম্পানি, আমার মা, আমার পরিবারকে। আমি ভেবেই নিয়েছিলাম নিজেকে শক্ত করতে হবে। তবে আমি খুশি যে ওই সময়টা কাটিয়ে দিতে পেরেছি। কাজে মন দিতে পেরেছি। হতে পারে সব মানুষ এত শক্ত হয় না। তবে অনেকেই কিন্তু তা পারে।’

প্রসঙ্গত, সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। এছাড়াও দেখা মিলবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন আর শাবানা আজমির। 

 

বায়োস্কোপ খবর

Latest News

'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা! দুজনের মধ্যে আসতে পারে তৃতীয় ব্যাক্তি, দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল ১০০ কোটি টাকা বেতনের আইআইটি গ্র্যাজুয়েটকে বরখাস্ত করলেন ইলন মাস্ক, এবার নিজের এআই ফার্ম খুললেন ইলন মাস্ক ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.