বাংলা নিউজ > বায়োস্কোপ > Karar oi louho kopat Row: ‘দাদুর পুরস্কার বিক্রির চেষ্টা করেছিল দাদা অনির্বাণ’, দাবি নজরুলের অন্য নাতিদের

Karar oi louho kopat Row: ‘দাদুর পুরস্কার বিক্রির চেষ্টা করেছিল দাদা অনির্বাণ’, দাবি নজরুলের অন্য নাতিদের

‘কারার ওই লৌহ কপাট’ বিতর্কে এল নতুন মোড়, দ্বন্দ্ব লাগল কাজী নজরুলের পরিবারেই। 

নজরুলের বিখ্যাত গান ‘কারার ওই লৌহ কপাট’ সম্প্রতি ব্যবহার করা হয়েছে হিন্দি ছবি ‘পিপ্পা’-তে। সুরকার এ আর রহমান গানটিতে নিজের মতো করে সুর দিয়েছেন। আর তাতেই লেগেছে বিতর্কের ধুম। 

গত কয়েকদিন ধরেই চর্চায় উঠে এসেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ছোটবেলা থেকে যার লেখা কবিতা পড়ে, গান শুনে বড় হয়েছে বাঙালি। নজরুলের বিখ্যাত গান ‘কারার ওই লৌহ কপাট’ সম্প্রতি ব্যবহার করা হয়েছে হিন্দি ছবি ‘পিপ্পা’-তে। সুরকার এ আর রহমান গানটিতে নিজের মতো করে সুর দিয়েছেন। আর তাতে অস্কারজয়ী এই সংগীতকারের নামে লেগেছে সুর বিকৃত করার অভিযোগ। যদিও এই ব্যাপারে রহমান বা তাঁর টিমের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। 

পিপ্পা ছবির নির্মাতারা জানিয়েছেন চুক্তি-তে স্পষ্ট করেই বলা হয়েছিল সবটা। আর তারপরই কাজীর পরিবারের মধ্যেই লেগে গিয়েছে দ্বন্দ্ব। নজরুল-পৌত্র কাজী অরিন্দম এবং খিলখিল কাজীর দাবি, তাঁদের না জানিয়েই কবির গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে দাদা অনির্বাণ। একই মত তাঁর আর এক পৌত্রী, আমেরিকাতে থাকা অনিন্দিতা কাজীর। 

কাজী নজরুলের দুই নাতি অরিন্দম এবং খিলখিল ১৬ নভেম্বর সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। খিলখিল থাকেন বাংলাদেশে, গান-বিতর্কের কারণেই এসেছেন কলকাতায়। সাংবাদিক বৈঠকে আরও ছিলেন অরিন্দমের স্ত্রী সুপর্ণা ভৌমিক এবং তাঁদের পুত্র-কন্যা অনুরাগ ও অভীপ্সা।

আর এখান থেকে দাদা অনির্বাণের নামে বিস্ফোরক অভিযোগ তোলেন অরিন্দম। জানান, ১০ নভেম্বর থেকে তিনি দাদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু ফোন তোলেননি অনির্বাণ। 

অরিন্দম বলেন, ‘আমি শুনেছি, দাদুর (কাজী নজরুল ইসলাম) পাওয়া সরকারি পুরস্কার নাকি বিক্রি করতে গিয়েছিলেন আমার দাদা। উনি জানিয়েছিলেন, নজরুলের একমাত্র উত্তরসূরি নাকি তিনিই। আমরা কি তা হলে আত্মা?’

সঙ্গে জানান, ‘দাদা অনির্বাণ এবং রায় কপূর ফিল্মস্‌ -এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ’ নেওয়ার কথা ভাবছেন তাঁরা। 

অরিন্দম আরও বলেন, ‘আমার মা কল্যাণী কাজীর বয়স হয়ে গিয়েছিল ৮৬ বছর। দাদাকেই তাই দায়িত্ব দেওয়া হয়েছিল বৈষয়িক বিষয়গুলো দেখভালের। কিন্তু দাদা যে এমন করবে সেটা হয়তো মা-ও আশা করেননি।’

একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলন থেকেই তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন, অবিলম্বে যেন নজরুলের একটি সংগ্রহশালা তৈরি করা হয় কলকাতায়। 

এদিকে অনির্বাণ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘মা গানটা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সুর এবং কথা না বদলে রিক্রিয়েট করার জন্য। কিন্তু, সেই সময় ওদের তরফে বলা হয়েছিল, গানটা ওরা নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। মা ওদের বলেছিল, গানটা তৈরি হয়ে গেলে একবার শোনাতেও। ২০২১ সালে মা অনুমতি দেন। কিন্তু ওরা কিছুই শোনায়নি। এরপর মা-ও মারা যান।’

বায়োস্কোপ খবর

Latest News

স্যামসনদের কাছে চলে যেতে পারে কোহলির অরেঞ্জ ক্যাপ, বেগুনি টুপি ফিরে পেলেন বুমরাহ ‘সম্পত্তি মুসলিমদের দেবে’, মোদীর সুর অনুরাগের কণ্ঠে! কমিশনে কংগ্রেস কোটি টাকার ড্রাগস-সহ গ্রেফতার জনপ্রিয় বাঙালি গায়ক, মিলল ২ দিনের পুলিশ হেফাজত ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI ‘বিয়েবাড়ির কোণে দাঁড়িয়ে বাজে কথা বলা আঙ্কেলজি’, মোদীকে কটাক্ষবাণ প্রিয়াঙ্কার ‘লোকে আমায় ঘৃণা করুক…’, টাইগারের সঙ্গে রোম্যান্স ফিকে! ব্যর্থতা নিয়ে জবাব আলিয়ার জোড়া রান-আউটে মান বাঁচল পাকিস্তানের, কোনও রকমে জিতে সিরিজ ড্র করলেন বাবররা সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল

Latest IPL News

IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.