দুই বোন পিঠাপিঠি। দুজনেই বলিউডের ‘এ লিস্টার’ হিরোইনদের তালিকায় পড়েন। ছোটবোনের আজ জন্মদিন। ছোটবেলার ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন বড় দিদি। দেখা যাচ্ছে, দুজনেই পরে আছেন লাল রঙের পোলকা ডটের পোশাক। ছবি শেয়ার করে বড় দিদি ক্যাপশনে লিখলেন, ‘সবসময় তোমার পাশে। কারণ তুমিই সেরা। তোমাকে সবচেয়ে ভালোবাসি। হ্যাপি বার্থ ডে বোন।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিলেন ‘ফ্যামিলি ফার্স্ট’।
ধরতে পারলেন এই দুই বোন কারা? চলুন কিছু টিপস দেওয়া যাক আপনাদের। এরা কাপুর পরিবারের সন্তান। মা-বাবা দুজনেই বলিউডের নামী অভিনেতা ছিলেন।
দুই বোনেরই দুই সন্তান। বড় বোন ডিভোর্সি। এক ছেলে আরেক মেয়ে। ছোট বোন বিবাহিত। তাঁর দুই ছেলে।
আরও পড়ুন: লাল বেনারসিতে টুকটুকে বউ বৈশাখী, ম্যাচিং পঞ্জাবি শোভনের! গণেশ পুজো জমজমাট
ঠিকই ধরেছেন ছবিখানা করিনা কাপুরের। বৃহস্পতিবার ৪৩ বছরে পা দিলেন অভিনেত্রী। বেবোর জন্মদিনের উৎসব শুরু হয়ে গেল বুধবার মধ্যরাত থেকেই। বোনের জন্মদিনে কেক কাটার ছবি শেয়ার করলেন করিশ্মা সামাজিক মাধ্যমে। কালো রঙের জন্মদিনের কেক আনা হয়েছিল, যার উপরে সোনালি বল দিয়ে সাজানো। সোনালি রঙেরই মোমবাতি। কেকের উপরে লেখা ‘জানে জান হ্যাপি বার্থ ডে’।
সোনালি রঙের কাফতান পরেছিলেন করিনা। আর করিশ্মার পরনে কটনের সাদা কো-অর্ড সেট। ছবিগুলি ইনস্টাস্টোরিতে শেয়ার করে নিয়েছেন করিশ্মা। দেখুন মাঝরাতে জন্মদিন উদযাপনের সেই ছবিগুলি-
আরও পড়ুন: সইফের দ্বিতীয় বউ, শ্বশুরবাড়ির নয়নের মণি করিনা! কীভাবে জিতেছিল শাশুড়ি-ননদের মন?
কাজের সূত্রে করিনাকে শেষ দেখা গিয়েছে লাল সিং চাড্ডা সিনেমায় আমির খানের বিপরীতে। যদিও তা ফ্লপ হয়। করিনার সিনেমা ‘জানে জান’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবারেই নেটফ্লিক্সে। পরিচালনার দায়িত্ব সামলেছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। থ্রিলার-ধর্মী সে ছবির শ্যুটিং হয়েছে কালিম্পংয়ে। করিনার চরিত্রের নাম মিসেস ডিসুজা। যে কোনও এক কারণে ডিভোর্সের পর প্রাক্তন বরের থেকে পালিয়ে মেয়েকে নিয়ে চলে আসে পাহাড়ে। কিন্তু এক রাতে সেই বাড়িতেও হানা করে প্রাক্তন স্বামী। মেয়েকে বাঁচাতে খুন করতে হয় করিনাকে। এবার এই ঘটনা কী করে লুকিয়ে রাখবে সে তদন্তে আসা পুলিশ অফিসার ও প্রতিবেশির থেকে? ‘জানে জান’-এ করিনার সঙ্গে রয়েছেন জয়দীপ আহালওয়াত, বিজয় বর্মা। ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ উপন্যাসের এর হিন্দি রূপান্তর ‘জানে জান’। এটাই করিনার প্রথম কাজ ওয়েবে।