বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী কার্তিকা নায়ার। অভিনেত্রী রাধার মেয়ে কার্তিকা। দীর্ঘ দিনের বাগদত্তা রোহিত মেননের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। কেরালায় অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান ছিল তারকা খচিত।
রবিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে কার্তিকা লিখেছেন, ‘আমাদের রাজকীয় রূপকথা শুরু হয়। ধন্য ও কৃতজ্ঞ’। ছবিতে কার্তিকার কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন রোহিত মেনন। আরও পড়ুন: ‘হেড’-এ ভর করে জয়ী অস্ট্রেলিয়া! তারকা ব্যাটারের স্ত্রীর ছবি দেখলেও ভুলতে পারবেন না
ছবিতে লাল বিয়ের পোশাকে অপরূপা সাজে কার্তিকা নায়ার। রোহিত মেননের পরনে ক্রিম রঙের বর-পোশাক। বিয়ের কয়েকদিন আগে নিজের বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে কার্তিকা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে পরিচয় হওয়ার আমার নিয়তিতে ছিল। তোমার প্রেমে পড়াটা জাদুর মতো। আমাদের চিরকালের জন্য কাউন্টডাউন শুরু হয়’।
জনম টিভির এমডি এস রাজশেখরন নায়ার এবং সুপরিচিত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী উদয়চন্দ্রিকা নায়ারের কন্যা (যিনি রাধা নামেও পরিচিত) কার্তিকার গত অক্টোবরে রোহিত মেননের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হয়। কাসারগোড়ের বাসিন্দা রোহিত মেনন। তিরুবনন্তপুরমের কৌদিয়ার উদয়া প্যালেস কনভেনশন সেন্টারে সাত পাঁকে বাধা পড়েন দুজনে।
বিয়ের অনুষ্ঠানে শুধু কার্তিকার পরিবারের সদস্যরা নয় যোগ দিয়েছেন দক্ষিণের একাধিক নামী-দামী অভিনেতা। চিরঞ্জীবী, জ্যাকি শ্রফ, রাধিকা এবং রেবতীর মতো সেলিব্রিটিরাও ছিলেন। চিরঞ্জীবী, রেবতী, সুহাসিনী মণিরত্নম, ভাগ্যরাজ এবং পূর্ণিমার মতো তারকা অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।