বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan-Kabir Khan: খেলা জিততে আসছে চান্দু চ্যাম্পিয়ন, কবীর খানের ছবির মুক্তির দিন ঘোষণা কার্তিকের

Kartik Aaryan-Kabir Khan: খেলা জিততে আসছে চান্দু চ্যাম্পিয়ন, কবীর খানের ছবির মুক্তির দিন ঘোষণা কার্তিকের

খেলা জিততে আসছে চান্দু চ্যাম্পিয়ন

Kartik Aaryan-Kabir Khan: ‘সত্যপ্রেম কী কথা’ বক্স অফিসে হিট করতে না করতেই নতুন ছবির কথা ঘোষণা করে দিলেন কার্তিক। জানালেন কবীর খান পরিচালিত ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর মুক্তির দিন।

গত বছরই খবরটা প্রকাশ্যে এসেছিল। ‘ভুল ভুলাইয়া ২’ ছবিটির সাফল্যের পরই কার্তিক জানিয়েছিলেন তিনি কবীর খান পরিচালিত একটি ছবিতে কাজ করতে চলেছেন। আর সেই ছবির প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা। তাঁর ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি মাত্র কদিন আগেই মুক্তি পেয়েছে। বক্স অফিসে কামাল করতে না করতেই পরের ছবির কথা ঘোষণা করলেন তিনি। ‘বজরঙ্গী ভাইজান’, ‘৮৩’ খ্যাত পরিচালক কবীর খান পরিচালিত সেই ছবির নাম সহ মুক্তির দিন প্রকাশ্যে আনলেন তিনি।

গত ২৯ জুন মুক্তি পাওয়া ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটির পরিচালনা করেছেন সমীর বিদ্বান। এটির প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। এই ছবিতে কার্তিকের বিপরীতে আবারও কিয়ারা আডবানিকে দেখা গিয়েছে। আছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা প্যাটেল, রাজপালম যাদব, প্রমুখ। মাত্র ৫ দিনে এই ছবি ৪২ কোটি টাকা আয় করেছে।

কিন্তু ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটির সাফল্যে মোটেই ডগমগ হয়ে বসে থাকলেন না কার্তিক। তিনি মঙ্গলবার দিনই খোঁজ দিলেন তাঁর আগামী ছবির বিষয়ে। কবীর খান পরিচালিত এই ছবিটির নাম ‘চান্দু চ্যাম্পিয়ন’। এটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে যা একজন এমন মানুষের কথা বলবে যিনি কখনও হার মানেননি। সাজিদ নাদিয়াওয়ালা থাকছেন এই ছবির প্রযোজক হিসেবে। কার্তিক জানিয়েছেন ছবিটি আগামী বছরের ১৪ জুন মুক্তি পেতে চলেছে। এটিও এবারের ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটির মতো ইদেই মুক্তি পাবে। কারণ আগামী বছরও সেই দিন ইদ পড়েছে।

প্রসঙ্গত কবীর খান মূলত এই ধরনের ছবিই বানান যা কোনও সত্য ঘটনার উপর নির্মিত। তিনি ২০০৬ সালে ‘কাবুল এক্সপ্রেস’ ছবির মাধ্যমে ডেবিউ সেরেছিলেন। এরপর তিনি একে একে ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘ফ্যান্টম’, ‘টিউবলাইট’, ইত্যাদি ছবি বানিয়েছেন।

তাঁর শেষ ছবি যা হলে মুক্তি পেয়েছে সেটি হল ‘৮৩।’ ২০২১ রিলিজ করেছিল এই ছবি। কিন্তু বক্স অফিসে মোটেই তেমন ব্যবসা করতে পারেনি এটি। করোনা পরবর্তী সময়ের প্রভাব এর ব্যবসায় সরাসরি পড়েছিল।

‘৮৩’ -এর পর আরও একবার স্পোর্টস ড্রামা ঘরানার ছবি নিয়ে ফিরছেন কবীর খান। ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিটিও একটি স্পোর্টস ড্রামা হতে চলেছে। এই ছবির ট্যাগলাইন, 'দ্য স্টোরি অব এ ম্যান হু রিফিউজড টু সারেন্ডার।'

বন্ধ করুন