বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan at Diljit Dosanjhs Concert:দিলজিতের সুরে মাতোয়ারা ‘আক্ষা’ মুম্বই, নেচে তাক লাগালেন কার্তিক, দেখুন ভিডিয়ো

Kartik Aaryan at Diljit Dosanjhs Concert:দিলজিতের সুরে মাতোয়ারা ‘আক্ষা’ মুম্বই, নেচে তাক লাগালেন কার্তিক, দেখুন ভিডিয়ো

কার্তিকের নাচে মুগ্ধ নেটিজেনরা

Kartik Aaryan at Diljit Dosanjh's Concert: গত শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া দিলজিতের কনসার্টে উপস্থিত ছিলেন কার্তিক। আর কাদের দেখা গেল তাঁর সঙ্গে?

গত শুক্রবার দিলজিৎ দোসাঁঝের কনসার্ট অনুষ্ঠিত হল মুম্বাইয়ে। আর সেখানেই উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা তথা হার্টথ্রব কার্তিক আরিয়ান। আর সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো কার্তিকের ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে কার্তিক দিলজিতের জনপ্রিয় গান ‘সওদা খাড়া খাড়া’য় নাচ করছেন। এই গানে একদম অন্য রূপে দেখা গেল অভিনেতাকে, এই বিখ্যাত গানে তাঁকে কোমর দোলাতে দেখে মুগ্ধ হন তাঁর ভক্তরা। আলাদাই মুডে চলে গিয়েছিলেন অভিনেতা। তবে কার্তিক একা নন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, প্রমুখ। তাঁরাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন।

কার্তিক আরিয়ানের একটি ফ্যান পেজের তরফে তাঁর একটি ভিডিয়ো পোস্ট করে লেখে, 'কার্তিক আরিয়ান দিলজিৎ দোসাঁঝের অনুষ্ঠানে মাতোয়ারা।' এই ভিডিয়োতে অভিনেতাকে একটি কালো সোয়েটশার্ট এবং কালো সানগ্লাস পরে থাকতে দেখা গিয়েছে। এই গানে যে কেবল তিনি নেচেছেন তাই নয়, গানটি তাঁর পুরো মুখস্থ সেটা তাঁকে গানটির সঙ্গে লিপ সিঙ্ক করতে দেখে বোঝা গিয়েছে।

২০১৯ সালে ‘গুড নিউজ’ নামক যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটারই বিখ্যাত গান হল ‘সওদা খাড়া খাড়া’। এই ছবিতে কিয়ারা আদবানি, অক্ষয় কুমার, করিনা কাপুর, দিলজিৎ দোসাঁঝ প্রমুখকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

গায়ক তথা অভিনেতা দিলজিৎ নিজেও তাঁর এই কনসার্টের একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি এই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'এই অনুষ্ঠানের সমস্ত চরিত্ররা কাল্পনিক। আমচি মুম্বাই।' তিনি এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন, সেখানে তিনি লেখেন, দিলজিৎ দোসাঁঝ, মুম্বাই, বর্ন টু শাইন, ইত্যাদি।

কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘ফ্রেডি’ কিছুদিন আগেই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে। তাঁর সঙ্গে এই ছবিতে আলায়া এফকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। দর্শক থেকে সমালোচক সকলের থেকেই এই ছবি বেশ ভালো রিভিউ পেয়েছে।

আগামী দিনে অভিনেতাকে ‘শেহজাদা’ ছবিতে দেখা যেতে চলেছে। তাঁর সঙ্গে এই ছবিতে কৃতি শ্যাননকে দেখা যাবে। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। এছাড়া তাঁকে ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতেও দেখা যেতে চলেছে। এই ছবিটি ২০২৩ সালের ২৯ জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এখানে কার্তিকের বিপরীতে কিয়ারা আদবানিকে দেখা যাবে।

বন্ধ করুন