কলকাতা : বাংলা ধারাবাহিক টিআরপির তালিকায় দু’সপ্তাহ ধরে শীর্ষে রয়েছে ‘রাণী রাসমণি’। আগামী সপ্তাহেও যদি টিআরপির তালিকায় শীর্ষে থাকে তবে হ্যাটট্রিক করবে ধারাবাহিক রাণী রাসমণি। দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ধারাবাহিক।
এই সপ্তাহে ৯.৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘রাণী রাসমণি’। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে ‘মোহর’। সেই ধারাবাহিকের সংগৃহীত পয়েন্ট ৯। তৃতীয় স্থান দখল করে রেখেছে ‘শ্রীময়ী’ ও ‘খড়কুটো’। দুটি ধারাবাহিকেরই সংগৃহীত পয়েন্ট ৮.৭। গত সপ্তাহেও ‘শ্রীময়ী’-র ঝুলিতে ছিল ৮.৭ পয়েন্ট। কিন্তু ‘খড়কুটো’-র টিআরপি পড়ে যাওয়ার সুবাদে উঠে এসেছে ‘শ্রীময়ী’। ষষ্ঠ স্থান থেকে টিআরপির তালিকায় উপরে উঠে এসেছে ‘কৃষ্ণকলি’। তাঁদের ঝুলিতে ৮.২ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে ‘যমুনা ঢাকি’, ‘সাঁঝের বাতি’। তারা পেয়েছে ৮ পয়েন্ট।
প্রতিদিনই মেগা ধারাবাহিকগুলো নিচ্ছে গল্পের নয়া মোড়। প্রতি সপ্তাহে টিআরপিতে টেক্কা দিচ্ছে একে অপরকে। সব মিলিয়ে আশাপ্রদ ফল জি বাংলার ধারাবাহিকের।