বাংলার বিভিন্ন ব্রতের অন্যতম নীলঘষ্ঠী। শুক্রবার রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হল এই ব্রত। নীল ষষ্ঠীর দিন কামারহাটির বিধায়ক মদন মিত্রর সঙ্গে শিবপুজো করলেন কৌশানি মুখোপাধ্যায়। এমনিতে তৃণমূলের ‘কালারফুল বয়’ মদনমিত্র সবসময়ই থাকেন রঙিন মেজাজে। উৎসবের দিন আরও বেশি খোশমেজাজে ধরা দিলেন মদন মিত্র। কালো রঙা পাঞ্জাবি আর সাদা ধুতিতে বিধায়ক, কৌশানি ধরা দিলেন গোলাপি রঙা সালোয়ার কামিজে।
এদিন দক্ষিণেশ্বরে গঙ্গাস্নান করে পুজো দিলেন মদন মিত্র। মদনদার হাত ধরেই গঙ্গায় নামলেন কৌশানি, তবে ডুব দেননি নায়িকা। হাঁটু জলে দাঁড়িয়েই হাতে ধরলেন শিবলিঙ্গ আর তাতে জল ঢাললেন মদন মিত্র। কৌশানি দিলেন,'হর হর মহাদেব' ধ্বনি। বিশেষ দিনে মদন মিত্রর ডাকে দক্ষিণেশ্বরে এসে খুশি কৌশানি। জানালেন, আগে কখন এইভাবে নীল পুজোর অংশ হননি।
উৎসবের আবহেও নিজের মূল লক্ষ্য থেকে সরলেন না মদন মিত্র। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা। গঙ্গাস্নান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ‘ফাঁকা গোলে নির্বাচন হবে, খেলায় ট্রাইবেকার হচ্ছে গোলকিপার নেই। তাহলে আমি কাকে মারব? আরেকটা হয় যে আমি বিজেপির এজেন্ট সেজে বুথে বসে ওদের হয়ে কাজ করি। আসলে ওদের তো কেউ নেই ভোট করানোর।’ বিজেপিকে খোঁচা দেওয়ার পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করতেও ভুললেন না। সঙ্গে দিদির প্রশংসা করে বললেন নীলকন্ঠের মতো মমতা একাই বিষপান করছেন। মদন মিত্র জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একাই বিষপান করছেন। পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন তিনি। কেন্দ্র বকেয়া দিচ্ছে না। তবুও তিনি রাজ্যের মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী পৌঁছে দিচ্ছেন’।
সদ্যই নিয়োগ-দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল কৌশানির প্রেমিক বনি সেনগুপ্তর। সেই নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি ‘পারব না আমি ছাড়ব তোকে’ নায়িকাকেও। নীল ষষ্ঠীর দিন তাঁকে বলতে শোনা গেল, ‘দাদার ডাকে এসেছি। এই আজকের দিনে এভাবে পুজো দিয়ে খুব ভাল লাগল। আমি এ ধরনের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিলাম। তবে দাদা যতক্ষণ আছেন, ততক্ষণ কোনও চিন্তা নেই। আমি জলে ডুব দিতে পারলাম না, তবে দাদা আমার সমস্ত মনোকামনা পূর্ণ করে দিয়েছেন। এখানকার মানুষ ভাল আছেন।’
এদিন কৌশানিকে ঘিরে ধরে সেলফি শিকারিরা। প্রচণ্ড গরমেও হাসিমুখে সবার আবদার মেটালেন নায়িকা। বিতর্ক ভুলে ফুরফুরে মেজাজে পাওয়া গেল বনি-প্রিয়াকে।