কৌন বনেগা ক্রোড়পতি ১৫ এর সদ্য সম্প্রচারিত হওয়া পর্ব শুরু হয় গত পর্বের অংশগ্রহণকারী ললিত কুমারকে দিয়ে। তিনি ২৫ লাখের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না এবং বাদ হয়ে যান। তাঁকে এই অর্থের জন্য জিজ্ঞেস করা হয় কোন অভিনেত্রী মায়ানমারে জন্মগ্রহণ করেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় ভারতে পালিয়ে আসেন। তিনি উত্তরে সুরাইয়া বলেন যা ভুল। আসল উত্তর হতো হেলেন।
এরপর অবিনাশ ভারতী নামক এক ব্যক্তি হট সিটে এসে বসেন ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ডের পর। যদিও তিনি হট সিটে বসার আগে কান্নায় ভেঙে পড়েন এবং মাটিতে বসে পড়েন। অমিতাভ গিয়ে তাঁকে সান্ত্বনা দেন।
এদিন অবিনাশ কথায় কথায় জানান তিনি তাঁর সঙ্গে কাউকে আনতে পারেননি কারণ তিনি তাঁর গ্রামে একমাত্র ব্যক্তি যে বাইরে পড়াশোনা করতে এসেছে। তিনি এও জানান যে বাড়ি ছাড়ার সময় বাবা মাকে শপথ করে এসেছেন যে যখন তিনি নিজের পায়ে দাঁড়াবেন তখন তিনি ফের ফিরে যাবেন নিজের গ্রামে। গত ৪ বছর তিনি বাড়ি যাননি।
আরও পড়ুন: 'ফিল্ম ইন্ডাস্ট্রি আমার সঙ্গে ...' বছর শেষের আগে বলিউডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন সুধা
আরও পড়ুন: 'এটা কোনও ম্যাচ নয়, আমরা বিনোদন দিতে চাই', ডাঙ্কি লড়াই নিয়ে সাফ বার্তা সালারের পরিচালকের
কিরোরি মাল কলেজে পড়াশোনা করছেন তিনি যেখানে অমিতাভ পড়েছেন। সেই প্রসঙ্গে টেনে এই ব্যক্তি বলেন, 'স্যার আমি আপনার জুনিয়র। আমি যেখানে ৩ বছর কাটিয়েছেন রুম নম্বর ২৭ এ আমিও সেখানে গত ৩ বছর ধরে আছি।' এই কথা শুনে অমিতাভ জিজ্ঞেস করেন যে সেই ঘরটা এখনও আগের মতো আছে কিনা। এরপর নিজের স্মৃতি হাতড়ে বলেন, 'ঘরটা একদম কোনার দিকে ছিল। আমি কিছু পড়াশোনা করতাম না। সুযোগ পেলেই জানলা দিয়ে পালিয়ে সিনেমা দেখতে যেতাম। তখন খুব মজা করেছি।'
এরপর বিগ বি আরও বলেন, 'আমি বিএসসি করেছি কিন্তু তার বিও কাজে লাগাতে পারেনি।' এদিন তিনি ৩ লাখ ২০ হাজার টাকার জন্য অডিয়েন্স পোল লাইফলাইন নেন এবং সেটার সঠিক উত্তর দেন। এরপর সুপার সান্দুক রাউন্ড খেলে সেই লাইফলাইন ফিরে পেয়ে যান।