বাংলা নিউজ > বায়োস্কোপ > Kharaj Mukherjee: 'কল্লু কা বিয়াহ'! প্রথমবার ভোজপুরী ছবিতে অভিনয়, কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়েন খরাজ?

Kharaj Mukherjee: 'কল্লু কা বিয়াহ'! প্রথমবার ভোজপুরী ছবিতে অভিনয়, কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়েন খরাজ?

খরাজ মুখোপাধ্যায়

ভোজপুরী ছবিতে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে খরাজ বলেন,সবাই মিলে তাঁরা কাজ করেছেন। অভিজ্ঞতাও ভালো। পরিচালকেরও প্রশংসা করেন তিনি। তবে সমস্যাও যে কিছু হয়নি তা নয়। খরাজ জানান, যে সমস্যা ছিল, সেটা ইউনিটের। শ্যুটিং লোকেশন ঠিক না করেই কল টাইম দিয়ে দেওয়া হয়। সেকারণেই নাকি অনেকটা সময় নষ্ট হয়েছে।

খরাজ মুখোপাধ্যায়, অভিনয় জগতের এই নামটার সঙ্গে যথেষ্ঠ পরিচিত বাংলার সিনেপ্রেমীরা। বারবার তাঁর সাবলীল অভিনয় মন জয় করেছে দর্শকদের। চরিত্রাভিনেতাদের মধ্যে খরাজ মুখোপাধ্যায়ের নাম অন্যতম। তবে শুধুই বাংলা নয়, ইতিমধ্যেই হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছেন খরাজ। তাঁকে দেখা গিয়েছে ভুল ভুলাইয়া-৩, জলিএলএলবি ৩-র মতো ছবিতে। আর এবার ভোজপুরী ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিতে চলেছেন খরাজ।

হ্য়াঁ, ঠিকই শুনছেন। খরাজ মুখোপাধ্যায় এই সময়কে বলেন, 'প্রথমবার ভোজপুরী ছবিতে কাজ করলাম। সদ্যই শ্যুটিং শেষ করে ফিরেছি। এখনও ডাবিংয়ের কাজ বাকি।' তিনি জানান, তাঁর সঙ্গে এই ছবিতে লাবনী সরকার, দর্শনা বণিকও রয়েছেন। খরাজ মুখোপাধ্যায়ের সেই ভোজপুরী ছবির নাম 'কল্লু কা বিয়াহ'। ছবির নায়ক ভোজপুরী অভিনেতা অরবিন্দ আকেলা কল্লু। আর ছবির পরিচালক মহেশ। ছবিতে রয়েছেন মুম্বইয়ের শিল্পী দয়াশঙ্কর পাণ্ডে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি জামশেদপুরে শ্যুটিংয়ে যাওয়ার সময় লাইভ ভিডিয়ো পোস্ট করেছিলেন খরাজ। তাঁর সেই পোস্ট থেকে জানা গিয়েছিল, ‘কাল্লু কা বিয়াহ’ ছবিতে তাঁর মেয়ে হয়েছেন দর্শনা বনিক আর জামাই - অরবিন্দ আকেলা কাল্লু , গিন্নি- লাবনি সরকার, বেয়াই মশাইয়ের চরিত্রে- দয়াশঙ্কর পান্ডে।

আরও পড়ুন-পিয়ার পোস্টের কমেন্টে অনুপম-প্রশ্মিতার ছবি, বেজায় রেগে গিয়ে কী লিখলেন গায়কের প্রাক্তন?

ভোজপুরী ছবিতে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে খরাজ এই সময়কে বলেন, সবাই মিলে তাঁরা কাজ করেছেন। অভিজ্ঞতাও ভালো। পরিচালকেরও প্রশংসা করেন তিনি। তবে সমস্যাও যে কিছু হয়নি তা নয়। খরাজ জানান, যে সমস্যা ছিল, সেটা ইউনিটের। শ্যুটিং লোকেশন ঠিক না করেই কল টাইম দিয়ে দেওয়া হয়। সেকারণেই নাকি অনেকটা সময় নষ্ট হয়েছে। এছাড়াও আরও কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবিষয়ে হিরোর সঙ্গেও কথা হয়েছে তাঁর। তবে খরাজ সাফ জানান, সমস্যা যেটা হয়েছে সেটা ভোজপুরী ইন্ডাস্ট্রির নয়, সমস্যাটা হয় কাজ না সাজিয়ে পরিচালকের কাজে নেমে পড়ার জন্য। আর তাতেই ভুগতে হয় তাঁদের।

হিন্দিতে ছবিতে কাজ নিয়ে প্রশ্ন করায় খরাজ সাফ জানান, 'আমি সেই দলে পড়ি না যে হিন্দিতে কাজের সুযোগ পেলেই বিনা পারিশ্রমিকে করবেন।' বলেন তিনি তাঁর প্রাপ্যটা সবসময়ই বুঝে নেবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ও হিন্দি ছবির পার্থক্য তিনি করেন না। তাঁর কথায়, বাংলায় যে ছবিটা হিট হয়, সেটা হিন্দিতেও তৈরি হয়। তবে খরাজের কথায়,বাংলায় তাঁকে যে সম্মান দেওয়া হয়, সেটা অন্যত্র পেলে তবেই তিনি সেখানে কাজ করবেন।

বায়োস্কোপ খবর

Latest News

দু'বার অডিশন দিয়েও পাননি কাজ, জোয়াকে কেন ‘আনপ্রফেশনাল’ বললেন আদি? ২০তে পা দিল বলিপাড়ার এই তারকা সন্তান, মা অভিনেত্রী, ২ দত্তক কন্যা আছে, কে ইনি? রোহিতের সঙ্গে এক অচেনা পরিবারের মিষ্টি সম্পর্ক! এই কাহিনি জিতবে সকল ভক্তের মন ‘ডিভোর্স হয়নি’! অসুস্থ এআর রহমান,এদিকে ‘প্রাক্তন স্ত্রী’ ডাকে আপত্তি তুলল সায়রা কোথায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী? সমুদ্র সৈকতে মিলল পোশাক মেসিডোনিয়া নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫১ হেইলির থেকে বেগুনি টুপি ছিনতাই অ্যামেলিয়ার,WPL 2025-এ সর্বাধিক উইকেট কোন ৫ জনের? সহকর্মীর বোনের ফোন আসা নিয়ে ঝামেলা শুরু, হোলির পার্টিতে মারপিট করে মৃত ৩ জন মার্কিন কূটনীতিককে 'দুর্বল স্থানে আঘাত' বিদ্রোহী বাংলাদেশি দূতের,সামনে USAID যোগ 'আপনি মোটা, ডাবল ভাড়া দিতে হবে,' মহিলাকে আজব দাবি টোটো চালকের, প্রতিবাদ করতেই…

IPL 2025 News in Bangla

IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান KKR-কে রাহানে নেতৃত্ব দিতে নামলেই হবে ইতিহাস, পিছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? দলের ফাইনালের রেকর্ড কী? ‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’, সাফ কথা বিরাটের আমি টেস্ট খেলতে চাই কিন্তু… লাল বলের ক্রিকেট নিয়ে কী বললেন বরুণ চক্রবর্তী? কী খেয়েছি? এ বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন… কাকে তুলোধনা করলেন কোহলি? WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI IPL 2025 শুরুর আগে দেখে নিন MI-এর সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ বেঙ্কির পর প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন রাসেল,ডি কক! চিন্তায় রাখল অধিনায়কের ফর্ম Video- KKRর প্র্যাকটিস ম্যাচে অনামী লুবনিথের ব্যাটিং ঝড়! অর্ধশতরান বেঙ্কিরও!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.