অনুপমের থেকে আলাদা হয়েছেন সেই কবেই! পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করে আপাতত সুখী জীবন কাটাচ্ছেন পিয়া চক্রবর্তী। পিয়া-পরমের বিয়ের তিন মাস কাটতে না কাটতেই শোনা যায় অনুপম রায়ের বিয়ের খবর। ২ মার্চ অবশেষে গায়িকা বান্ধবী প্রশ্মিতা পালকে বিয়ে করেন গায়ক। যদিও প্রাক্তনের বিয়েতে সংবাদমাধ্যমের মাধ্যমে শুভকামনা জানাতে ভোলেননি পিয়া। বলেছিলেন, 'অনুপমের জন্য শুভকামনা রইল', তাঁর আশা অনুপম-প্রশ্মিতার আগামী জীবন সুখের হবে। অনুপমকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছিলেন পুরনো বন্ধু পরমব্রতও। তবে এরপরও সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন পিয়াকে ট্রোল করতে ছাড়েননি।
৩ মার্চ, রবিবার 'ওয়ার্কিং সানডে'ক্যাপশানে সমাজসেবী, মনোবিদ রত্নবলী রায়ের সঙ্গে একটা ছবি পোস্ট করেছিলেন পিয়া চক্রবর্তী। আর সেখানেই এক নেটিজেন কমেন্টে সদ্য বিবাহিত, অনুপম-প্রশ্মিতার একটা ছবি পোস্ট করে বসেন। যদিও তিনি কোনও মন্তব্য করেননি। তবে এই পোস্টে বেজায় চটে যান পিয়া চক্রবর্তী। ওই নেটিজেনকে একহাত নিয়ে বলেন, ‘অতি দুর্লভ একটা ছবি পোস্ট করেছেন, এই ছবি আর কোথাও পাওয়া যাচ্ছে না, এজন্য আপনার পুরস্কার প্রাপ্য।’
আরও পড়ুন-প্রতিযোগীর অনুরোধ, বাঙাল ভাষায় এটা কী বললেন 'দাদা' সৌরভ! হেসে লুটোপুটি সকলে…
যদিও আবার অনেকেই এক্ষেত্রে পিয়ার পাশে দাঁড়িয়েছেন। পিয়ার ফ্রেন্ড লিস্টে থাকা এক ব্যক্তি লিখেছেন, 'এটা কী ধরনের অসভ্যতা!' কারোর মন্তব্য,'দয়া করে ওদেরকে ওদের মতো করে থাকতে দিন, ওরা ওদের মতো গুছিয়ে নিয়েছেন, আপনারাও গুছিয়ে নিন। উফ!!!' কেউ আবার বিরক্ত হয়ে লিখেছেন, ‘শিক্ষিত হয়েও যে ধরনের কমেন্ট করছেন এতে নিজেকেই ছোটো করছেন।’
এখানেই শেষ নয়। সোমবার নিজের ইনস্টাস্টোরিতে পিয়া বুঝিয়ে দিয়েছেন, তিনি সুখী। নিজের মতো করে, কাজের ব্যস্ততা আর স্বামী পরমের সঙ্গে নতুন করে জীবনকে সাজিয়ে নিয়েছেন তিনি। নিজেই হয়ে উঠেছেন নিজের প্রিয় বন্ধু। তাই ইনস্টাস্টোরিতে নিজের ছবি পোস্ট করে ক্য়াপশানে পিয়া চক্রবর্তী লেখেন, ‘When a woman becomes her own best friend life is easier’। অর্থাৎ মহিলারা যখন নিজেরাই নিজেদের সেরা বন্ধু হয়ে ওঠেন, তখন জীবন অনেক সহজ হয়ে যায়। যদিও এই কথাটা পিয়ার নিজের নয়, বেলজিয়ামের কিংবদ্তী ফ্যাশান ডিজাইনার ডায়ান ভন ফার্স্টেনবার্গের। তাঁর কথা ধার করেই এই ক্য়াপশান দিয়েছেন পিয়া। ডায়ান ভন ফার্স্টেনবার্গের কথায় সঙ্গে মিলিয়ে নিয়েছেন নিজের জীবন।