যেন ছোট্টখাট্টো একটা ডল পুতুল। এরকম আন্দাজেই নেট নাগরিদকের মন জয় করে নিয়েছে কিয়ারা। এদিকে বয়স মাত্র ৪ বছর। ফলোয়ার্সের সংখ্যা কয়েক হাজার। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিয়ো দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। আর এক একটা ভিডিয়োর ভিউয়ার্সের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক মিলিয়ান।
নিশ্চয়ই জানেন কী ধরনের ভিডিয়ো বানিয়ে থাকে কিয়ারা। ছোট্ট কিয়ারার ভিডিয়োতে থাকে 'দেশি মশালা'। গুড্ডু ও তাঁর মা, দ্বৈত ভূমিকায় অভিনয় করে ৪ বছরের শিশুটি। নানান মজাদার কনটেন্টের ওপর বানানো হয় সেই ভিডিয়ো। নিজের এক্সপ্রেশন দিয়ে নেট-নাগরিকদের মন জয় করে নেয় সে।
কিয়ারার মা অঞ্জলি নাটিয়াল মেয়ে-কে নানারকমভাবে সাজিয়ে ছবি তুলতে ভালোবাসেন। তিনিই কিয়ারার ইনস্টাগ্রাম পেজের দেখাশোনা করেন সেই ২০১৯ থেকে। একদম প্রথম দিকে কিয়ারার ছবি ও কিছু ফ্যাশন রিলস পোস্ট করতেন অঞ্জলি। তা ভাইরাল হতেই অঞ্জলির মাথায় আসে ‘গুড্ডু’র কথা। নিজের মায়ের সঙ্গে অঞ্জলির অভিজ্ঞতাই নাকি তাঁর ভিডিয়ো বানানোর অনুপ্রেরণা। এই ৩০ সেকেন্ডের ভিডিও রিল গুলি তিনি নিজেই লেখেন, শ্যুট করেন ও এডিট করেন।
আমেরিকান এক্সপ্রেসে সফটওয়্যার টেস্টার অঞ্জলি। কিন্তু কাজের ফাঁকে ঠিক সময় বের করে নেন এই কাজের জন্য। এমনকী, মেয়ের পড়াশোনার মাঝখানেই চলে এই সব কাজ। সপ্তাহে দু'টি করে ভিডিয়ো পেস্ট করে থাকেন মোটামুটি।
ইনস্টাগ্রামে যে তাকে নিয়ে এত মাতামাতি, তা অবশ্য জানে না কিয়ারা। তাকে সেসব দেখান না অঞ্জলি। কোনও কমেন্টও পড়ে শোনান না। তবে এডিট হয়ে যাওয়ার পর ভিডিয়োগুলো দেখতে সে বড় ভালোবাসে। আর মিষ্টি হেসে বলে, ‘Kiara is Guddu, Guddu is Kiara’! ইনস্টায় কিয়ারার ফলোয়ার্স ৪ মিলিয়ানের বেশি।