৩৭ বছরের বিবাহিত জীবন অভিনেতা অনুপম খের এবং কিরণ খেরের। বিবাহবার্ষিকীতে বিয়ের দিনের অদেখা ছবি নেটমাধ্যমে শেয়ার করলেন অনুপম। ছবিতে তরুণী কিরণ খেরকে বিয়ের পোশাকে দেখা গিয়েছে। ভারী শাড়ি, সোনার গয়নায় গা ঢাকা অভিনেত্রীর। ধুতি, গলায় মালা পরে দেখা মিলেছে অনুপম খেরের।
স্ত্রী কিরণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুপম লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা কিরণ। আমার সাম্প্রতিক সিমলা সফরের সময় বাবার ট্রেজার ট্রাঙ্ক থেকে ৩৭ বছর আগে আমাদের বিয়ের এই ছবি খুঁজে পেয়েছিলাম। ঈশ্বর তোমাকে সকল সুখ, দীর্ঘ এবং সুস্থ জীবন দিক। শুভ বিবাহবার্ষিকী।’ আরও পড়ুন: দীপিকা, আলিয়া থেকে মালাইকা, ক্যাটরিনা… লাল লিপস্টিকে বোল্ড লুকে এই বলি ডিভারা
আসন্ন ছবি ‘দ্য সিগনেচার’য়ে অনুপমের সহ-অভিনেত্রী মহিমা চৌধুরী তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। দম্পতির ভক্তরাও তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে।
অনুপম খের এবং কিরণ খেরের চণ্ডীগড়ে তাঁদের থিয়েটারের দিনগুলি থেকে বন্ধু। এরপর তাঁরা বিয়ে করেন। প্রসঙ্গত, ১৯৮৫ সালে অনুপম খেরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কিরণ খের। অনুপম খেরের আগে গৌতম ব্যারি নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল কিরণ খেরের। কিরণ ও গৌতম ব্যারির পুত্র সিকান্দার। আরও পড়ুন: হৃতিক থেকে রণবীর সিং, এই তারকারা অ্যান্টি হিরোর চরিত্রে বাজিমাত করেছে বড় পর্দায়
বন্ধুত্ব থেকে বেশি কোনও আকর্ষণ ছিল না কিরণ-অনুপমের? ২০১৩ সালে ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, ‘আমরা দুজনেই চণ্ডীগড়ে থিয়েটারে ছিলাম এবং আমরা সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। ও আমার বিষয় জানতো না, এমন কিছুই ছিল না। আমিও ওর সম্পর্কে সবকিছুই জানতাম। কোন মেয়েকে ও পটানোর চেষ্টা করত সেই বিষয়গুলিও…। মজার ছিল এবং আমরা একসঙ্গে ভালো কাজ করেছি। কিন্তু বন্ধুত্বের বাইরে কোনও ধরনের আকর্ষণ ছিল না।’
হামতুম, দোস্তানা থেকে শুরু করে খামোশ পানি, বীর জারা, ফানা, কভি অলবিদা না কহেনা, ওম শান্তি ওম-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন কিরণ খের। ২০২০ সালেই সোশ্যাল মিডিয়ায় কিরণের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানান অনুপম। কিরণ খেরের মাল্টিপেল মাইলোমা ধরা পড়েছে। এটি এক ধরণের ব্লাড ক্যানসার। যদিও ক্যানসারকে জয় করে এখন অনেক সুস্থ অভিনেত্রী। তাঁর এই কঠিন লড়াইয়ে সবসময় পাশে থেকেছেন অনুপম ও ছেলে সিকান্দার।