বলিউড সেলেবদের হাঁড়ির খবর জানার এক নম্বর ডেস্টিনেশন করণের টক শো। কফি উইথ করণের মঞ্চে অবলীলায় তারকারা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে থাকেন। সত্তরের দশকের দুই হিট নায়িকা সম্প্রতি করণের কফি কাউচে হাজির হয়েছিলেন। জিনাত আমান এবং নীতু কাপুরকে নিয়ে কফির কাপে চুমুক দেবেন করণ। সেই এপিসোডের ঝলক সামনে আসতেই হইচই।
কাপুর খানদানের বহুরানি, অন্যদিকে একসময়ের জাতীয় ক্রাশ জিনাত। একাধিক ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই নায়িকা। তালিকায় রয়েছে, ‘দ্য গ্রেট গ্যাম্বালার’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘ধর্মবীর’, ‘হীরালাল পন্নালাল’-এর মতো ছবি। এদিন জিনাতকে ‘সেক্সিনেস কা দুকান’ বলে অভিহিত করলেন নীতু। সত্তরের দশকে সবচেয়ে সাহসী কোন কাজ করেছেন জিনাত? অভিনেত্রীর জবাব-'আমি সেইরকমভাবে পার্টি করতাম না, কিন্তু যখন করতাম তখন পুরো উচ্ছ্বাসে বানভাসি…পুরোপুরি'। করণ বিতর্ক উস্কে জিগ্গেস করে, আর আপনার জীবনের পুরুষ সঙ্গীরা…'। সেই নিয়ে মুখে কুলুপ জিনাতের।
এদিন কালো পোশাকে টুইনিং জিনাত আর নীতুর। জিনাত আমানের মিমিক্রিও করে দেখালেন রণবীর-ঋদ্ধিমার মা। এরপরেই রহস্য়মাখা বাক্স নিয়ে প্রশ্ন ছোঁড়েন করণ। যৌনতার গন্ধমাখা সেই প্রশ্নে করণ জানতে চান, ‘কেউ আপনাকে একটা বাক্সের মধ্যে বাক্স ভরে জানতে চেয়েছিল- জিনি (পড়ুন জিনাত) এবার বল তোমার কোর্টে। তিনি কে ছিলেন?’ নাম প্রকাশ্যে না আনলেও সেই পুরুষ কাপুর পরিবারের অংশ, জানিয়ে দেন জিনাত।
এরপর ফের নীতু কাপুরের উপর স্পটলাইট। করণ জানতে চান, যৌবনে নীতুর সিক্রেট ক্রাশ কে ছিলেন? রাখঢাক না রেখেই ‘ববি’ নায়িকা বলেন- শশী কাপুর! যা শুনে হতবাক করণকে বলতে শোনা গেল- ‘কী! তুমি তোমার কাকার উপর ক্রাশ খেতে’। হ্যাঁ, সম্পর্কে নীতু কাপুরের খড়শ্বশুর শশী কাপুর। ঋষি কাপুরের কাকা তিনি।
এই এপিসোডের প্রোমো দেখে উত্তেজিত বি-টাউন থেকে আম জনতা। দিয়া মির্জা লেখেন, ‘উফ অপেক্ষায় ছিলাম। কোনওভাবেই এই এপিসোড মিস করা যাবে না’। নীতু কন্যা ঋদ্ধিমা কমেন্ট বক্সে লাল ইমোজি যোগ করেন। এক জনৈক লেখেন, ‘পদন্নতি… জাহ্নবী-খুশির পর অবশেষে ভালো কিছু কনটেন্ট দেখার সুযোগ’।
করণ জোহর এই প্রোমো নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘বুধবার মধ্যরাত থেকে! আমার কাছে খুব নস্টালজিক একটা মুহূর্ত’। হ্যাঁ, বৃহস্পতিবার (বুধবার মধ্যরাত) থেকে স্ট্রিমিং শুরু হবে এই এপিসোডের।
জিনাত আমান শীঘ্রই বড় পর্দায় ফিরছেন। অভয় দেওল-শাবানা আজমির সঙ্গে বান টিক্কি ছবিতে দেখা মিলবে তাঁর। নীতুকে শেষ রুপোলি পর্দায় দেখা গিয়েছে করণের প্রযোজনায় তৈরি যুগ যুগ জিও-তে।