বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan: কেদারনাথ গিয়ে মৃত্যুমুখ থেকে ফেরার গল্প শোনালেন সারা-জাহ্নবী!

Koffee With Karan: কেদারনাথ গিয়ে মৃত্যুমুখ থেকে ফেরার গল্প শোনালেন সারা-জাহ্নবী!

কেদারনাথ গিয়ে একটুর জন্য মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন সারা-জাহ্নবী। 

পাহাড়ে আটকে পড়েছিলেন সারা আর জাহ্নবী। প্রায় ৩০ মিনিট ওভাবে আটকে ছিলেন দু'জনে। পরে স্পেশাল ফোর্স এসে তাঁদের উদ্ধার করে। 

সম্প্রতি কেদারনাথ গিয়েছিলেন জাহ্নবী কাপুর আর সারা আলি খান। সেখানে গিয়ে মৃত্যুর মুখ থেকে যেন ফিরে আসেন তাঁরা। সেই অভিজ্ঞতাই শেয়ার করে নিয়েছেন দু'জনে ‘কফি উইথ করণ ৭’-এ। সেই ট্রিপের ব্যপারে কথা বলতে গিয়ে তাঁরা জানান পাহাড় চড়ার সময় আটকে পড়েছিলেন তাঁরা, পরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়ালসে জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তাঁদের। 

সারা আলি খান বললেন, ‘‘আমরা বদ্রিনাথ যাব বলে ঠিক করি। পায়ে হাঁটার একটা রাস্তা ছিল। কিন্তু আমরা নিজেদেরকে বেশি দক্ষ ভেবেছিলাম। আমরা ঠিক করি আমরা পাহাড় চড়ে উঠব। ৮৫ ডিগ্রি খাড়া। জাহ্নবী দেখে বলল, ‘চলো আমরা ট্রেক করি’।’’ সারা মেনে নেন সেইসময় চাননি স্পয়লস্পোর্ট হতে। তাই রাজি হয়ে যান তিনিও। যদিও মনে মনে নাকি নিশ্চিত ছিলেন পড়ে যাবেন! 

পাহাড়ে আটকে থাকার সেই সময়ে এক ভক্তের দেখা পান তাঁরা। যদিও সারা আর জাহ্নবীকে বাঁচানোর থেকে তাঁর নজর বেশি ছিল সেলফি তোলায়। এরপর সারা-র গাড়ির চালক খুঁজে পান দু'জনকে। ৩০ মিনিট ওভাবে আটকে থাকার পর স্পেশাল ফোর্স এসে তাঁদের উদ্ধার করে। 

ঠিক সেদিনই খারাপ হয়েছিল আবহাওয়া। ৬০০০ টাকা বাঁচাতে ‘কম দামের হিটার ছাড়া’ হোটেলে থাকছিলেন দু'জন। আর এর ফলে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। জাহ্নবী জানান, ‘আমি কেদারনাথ গিয়েছিলাম দুটো থার্মাল, একটা পাফার জ্যাকেট, তিনটে শাল, দুটো ট্র্যাক প্যান্ড, আর দুটো সোয়েটার নিয়ে। আর সেই রাতে আমি সঙ্গে থাকা সব জামাকাপড় গুলো পরে নিয়েছিলাম। তাও ঠকঠক করে কাঁপছিলাম।’

জাহ্নবী আরও জানান, সারা যখন বন্ধুদের সঙ্গে দেখা করে ঘরে ঢোকে, তখন তাঁর ঠোঁট নীল হয়ে গিয়েছে। শুধু ঘরটা যে খারাপ ছিল তা নয়, বাথরুমের অবস্থাও ছিল খুব খারাপ। ১৪ জুন টেলিকাস্ট হবে এই এপিসোড।

 

বন্ধ করুন