আলিয়ার সঙ্গে প্রেমটা পরিণতি পায়নি। তবে কিয়ারা আডবানির সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেম পূর্ণতা পেয়েছে। গতবছর ৭ ডিসেম্বর জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছিলেন সিড-কিয়ারা। এরপর তারকা দম্পতি সেখান পৌঁছন দিল্লিতে। ৯ ডিসেম্বর সেখানেই ছিল তাঁদের প্রথম রিসেপশন। তারপর ১২ ডিসেম্বর ছবি সিদ্ধার্থ-কিয়ারার মুম্বই রিসেপশন। সেখানে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা।
সিড-কিয়ারার রাজস্থানের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সিদ্ধার্থ বলছেন, তিনি নাকি কখনওই চাননি, তাঁদের বিয়ের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় উঠে আসুক।
'কফি উইথ করণ'-এ করণ সিদ্ধার্থকে বলেন, ‘একটা রিল প্রেমের গল্প বাস্তবে রূপান্তরিত হয়েছে। যেন শেরশাহ ছবির সেই রোম্যান্সই বাস্তব জগতে জীবন্ত হয়ে উঠেছে। বিয়ের সেই মুহুর্তে, যেখানে তুমি (সিদ্ধার্থ র্যাম্পে দাঁড়িয়েছিলে, আর কিয়ারা হেঁটে এল সেই মুহূর্তের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে ভাইরাল হয়ে গিয়েছে।’
আরো পড়ুন-কবে আসছে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান? খোলসা করলেন ‘মাসি’ দেবশ্রী
করণের এই কথা ধরেই সিদ্ধার্থ বলেন, 'এই বিষয়টা একেবারেই পরিকল্পিত ছিল না। আমি বিয়ের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে ছিলাম। এক্ষেত্রে মণীশ ও কিয়ারাকেই কৃতিত্ব দেওয়া ভালো। ওরাই বলে, এটা বের করা যাক। কারণ, আমি ভেবেছিলাম এটি বাধ্যতামূলক মনে হতে পারে এবং আমরা এটি দিচ্ছি। আমার মনে হয়েছিল এই ভিডিয়োটা পোস্ট করলে এটা জোর করে করা হয়েছে বলে মনে হতে পারে।'
প্রসঙ্গত, কফি উইথ করণের ৮ সিজনে সিদ্ধার্থ ছাড়াও দেখা গিয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, সানি দেওল-ববি দেওল এবং সারা আলি খান-অনন্যা পান্ডের মতো তারকাদের। আসন্ন পর্বগুলিতে, কাজল-রানি মুখোপাধ্যায়, অজয় দেবগন-রোহিত শেঠির মতো জুটিকে দেখা যাবে।