টলিউডের অন্যতন পরিচিত মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ‘আয় তব সহচরী’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী। সদ্য এই ধারাবাহিক দিয়ে পর্দায় কামব্যাক করেছেন। মাঝে একটু বিরতি রেখেছিলেন কাজে। ২০১৯ এ ছোট্ট মেয়ে কিয়া তাঁর কোল আলো করে আসে। মেয়ের নাম রাখেন 'অন্তঃকরণা'।
একরত্তি কিয়া এখন একটু বড় হয়েছে। খুদে কিয়াকে নিয়ে ফটোশ্যুট সারলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মা-মেয়ে ম্যাচিং করা লাল গাউনে ফটোশ্য়ুট করেন। ক্যামেরার সামনে দুজনেই অনবদ্য। পুচকে কিয়া মাথায় বড় লাল ক্লিপও লাগিয়েছে। মা-মেয়ের ফটোশ্যুট দেখে মুগ্ধ অনুরাগীরা। নেটমাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাঁরা।
ধারাবাহিকের পাশাপাশি একাধিক ছবিতে অভিনয় করেছেন কনীনিকা। জি বাংলায় সম্প্রচারিত ‘স্বপ্ননীল’ ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয় কেরিয়ার শুরু। এক আকাশের নিচে, কখনো মেঘ কখনো বৃষ্টি, অন্দরমহল-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘তিন এক্কে তিন’, ‘কণ্ঠ’, ‘হামি’, ‘মুখার্জী দার বউ’, ‘চতুষ্কোণ’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।