বাংলা নিউজ > বায়োস্কোপ > আসছে অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’, মুখ্য ভূমিকায় অর্জুন রামপাল ও কঙ্কনা সেনশর্মা

আসছে অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’, মুখ্য ভূমিকায় অর্জুন রামপাল ও কঙ্কনা সেনশর্মা

অপর্ণা-কঙ্কনা-অর্জুন

ফের একবার বড়পর্দায় একসঙ্গে মা-মেয়ের জুটি অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মা।

বড়পর্দায় ফের একবার ম্যাজিক দেখাতে আসছে মা-মেয়ের জুটি অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মা। পর্দায় একসঙ্গে এই জুটি বরাবরই ম্যাজিক দেখিয়েছেন। এবারে হিন্দি ছবি তৈরি করবেন পরিচালক অপর্ণা সেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়া। ছবির নাম ‘দ্য রেপিস্ট’।

ছবির ঘটনা তিন প্রধাণ চরিত্রকে নিয়ে। এক ভয়ংকর ঘটনার মাধ্য়মে তাঁদের একে অপরের জীবন জড়িয়ে যায় ছবিতে। অপরাধ হলে ভিক্টিম যেমন ট্রমার মধ্যে নিয়ে যায়, তেমনই অপরাধীর মনের মধ্যে কী চলে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন পরিচালক।

ইতিমধ্যে ছবিতে অর্জুন রামপালের দৃশ্যের শ্যুটিং শেষ হয়ে গেছে। মার্চ মাসে শ্যুটিং শেষের পর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা। সেখানে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অপর্ণা সেনকে। 

 

বন্ধ করুন