মাসখানেক আগেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের একটি ভিডিয়ো। যেখানে তাঁকে দেখা গিয়েছিল মঞ্চে উঠে লুঙ্গি ডান্স গাইতে। নেট-নাগরিকদের অভিযোগ ছিল, সুর-তাল সব নষ্ট করে দিয়েছেন অভিনেত্রী গানটার। তবে এবার দেখা গেল, মঞ্চে উঠে নিজের বিউটি সিক্রেটস শেয়ার করছেন তিনি।
গ্লিটারি নীল রঙের টপ, সিলভার রঙের পাফার জ্যাকেট পরেছিলেন কৌশানি। সঙ্গে নীল রঙের প্যান্ট। পায়ে সোনালি রঙের লম্বা বুট। খোলা চুলে উঠেছিলেন মঞ্চে। গান গাওয়ার পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেল কৌশানিকে।
অভিনেত্রী বললেন, ‘সবাই যা ইচ্ছে প্রশ্ন করতে পারো আমাকে। শুধু কবে বিয়ে করছি জিজ্ঞাসা করা চলবে না।’ একজন প্রশ্ন করেন, ‘বাড়িতে মা-বাবা ছাড়া কৌশানির মনের মানুষ বা প্রিয়জন কে?’ হয়তো বনি-র নামটা শুনতেই এসেছিল এমন প্রশ্ন। কিন্তু বুদ্ধি করে ঘুরিয়ে জবাব দিলেন কৌশানি। বললেন, ‘আপনার নামটা বলুন যিনি প্রশ্নটা করলেন?’ আর প্রশ্নকর্তা জবাব দিতেই কৌশানি ফের বলে ওঠেন, ‘এই যে আপনার প্রশ্নের জবাব আপনি নিজেই। আপনারাই তো আমার ভালোবাসার মানুষ’।
তবে মঞ্চে উপস্থিত সঞ্চালকের প্রশ্ন ছিল, কীভাবে নিজেকে এত রূপসী রাখেন কৌশানি। যাতে জবাব আসে, ‘নিজেকে মেইনটেন করে রাখা যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। চাপের বিষয়। আজকে যেমন শো আছে বলে আমাকে অনেক জলদি বেরোতে হয়েছে বাড়ি থেকে। ফলে সকালে ঘুম থেকে উঠে জিমে যেতে হয়েছে। ঘুমোতে যেতে যতই দেরি হোক, তোমাকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে মেইনটেইন করতে গেলে।’
‘খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ তো আছেই। তুমি তো রোজগারই করছ পেটকে সন্তুষ্ট রাখবে বলে। সেখানে তোমার পেটকে মারাই তোমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পকেটে টাকা থাকবে কিন্তু তুমি খেতে পারবে না যেটা তোমার ইচ্ছে করছে। বাকি চারপাশের মানুষ খাচ্ছে। এগুলো অনেকের চোখেই ছোট লাগতে পারে। কিন্তু যারা করছে, তাঁরাই জানে কত বড় চ্যালেঞ্জ এটা।’, আরও বলেন কৌশানি।
ভিডিয়োতে দেখা যায় ‘শাড়ি কা ফল সা’ গানটি গাইলেন তারপর। এমনকী, গান গাইতে গাইতে দর্শকসানে থাকা জনতার সঙ্গে ইয়ার্কিও মারলেন। সুর তাল ঠিক থাকুক বা না থাকুক, কৌশানির মঞ্চ উপস্থিতি যে সেখানে উপস্থিত জনতা উপভোগ করছেন, তা স্পষ্ট ভিডিয়োতে।
কাজের সূত্রে, রাজ চক্রবর্তীর ডেবিউ ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে কৌশানির অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে দর্শকদের।