ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়ে শাহরুখের 'জওয়ান'। মুক্তির দিনেই ভারতের সবভাষা মিলিয়ে ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি-র এই ছবি। এর আগে রয়েছে কিং খানের ‘পাঠান’, যার প্রথম দিনের আয় ভারতীয় বাজারে ছিল ৫৮ কোটি টাকা। তবে এক্ষেত্রে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন শাহরুখ। অর্থাৎ 'পাঠান'-কে ছাপিয়ে গিয়েছে 'জওয়ান।'
তবে তথ্য বলছে 'জওয়ান' যে ৭৫ কোটি টাকার আয় করেছে, তারমধ্যে হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতেও ৫ কোটি। তাই কামাল আর খানের হিন্দির দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, দক্ষিণের দর্শক এখনও বলিউডকে ঘৃণাই করে। KRK টুইটারে লিখেছেন, ‘জওয়ান ছবিটি পুরো দক্ষিণে মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই প্রমাণ করে যে দক্ষিণের লোকজন বলিউডকে ঘৃণা করে। তাঁরা বলিউডের ছবি দেখতে পছন্দ করেন না। জওয়ান ছবির পরিচালক নিজে তামিল এবং এখানে দক্ষিণের একাধিক অভিনেতা রয়েছেন। তারপরেও এই হাল। এদিকে হিন্দির দর্শকরা #KGF2 #Pushpa2 #Bahubali2 #RRR দেখতে গিয়েছিলেন বোকাদের মতো।’
আরও পড়ুন-'রেনবো জেলি'র পর ফিরছে ঘোতন, পপিন্সরা, বিজ্ঞানীর চরিত্রে অনির্বাণ, আসছে 'পক্ষীরাজের ডিম'
তবে KRK-র এই টুইটের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। এক ব্লগার লিখেছেন, ‘তবে দক্ষিণে যাঁরা এই ছবি দেখেছেন তাঁদের বেশিরভাগেই কিন্তু হিন্দিতেই জওয়ান দেখেছেন, তামিল বা তেলুগুতে নয়। আপনি হয়ত সেটা খেয়াল করেননি।' আরও একজন দাবি করেছেন, ‘কিং খানের জলবা সব জায়গাতেই রয়েছে।’ তবে কেউ KRK-র সঙ্গে সহমত প্রকাশ করে লিখেছেন, ‘শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।’ কারোর দাবি, 'দক্ষিণের মানুষ বলিউডের ছবি নয়, বলিউডের রাজনীতিকে ঘৃণা করে।' এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

krk-র টুইটে কমেন্ট
হল ফেরত দর্শকরা বলছেন, 'জওয়ান' মোটেও অযথা মারপিটের ছবি নয়। এই সিনেমার রয়েছেএকটি বিশেষ রাজনৈতিক বার্তা। যা অন্যরা দেখাতে সাহস পাননি, সেটাই দেখিয়েছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা এক ব্যক্তির গল্প। সিনেমায় সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।
ছবিটিতে অস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। ছবিটিতে দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন। এছাড়াও রয়েছেন প্রিয়ামনি, সান্যা মালহোত্রা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।