বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কামাল রশিদ খান (Kamal Rashid Khan) কথায় কথায় বলিউড সেলেবদের তুলোধনা ধরেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক তথা অভিনেতা। এবার মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হলেন কেআরকে। ২০২০ সালে প্রয়াত অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরকে নিয়ে করা বিতর্কিত টুইটের জেরেই এদিন মালাড পুলিশ গ্রেফতার করে তাঁকে। মঙ্গলবারই দেশে ফেরেন কেআরকে, তারপরই মুম্বই পুলিশ হেফাজতে নেয় এই বিতর্কিত নায়ককে। এদিন বোরিভালি কোর্টে তোলা হলে আদালত ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে কেআরকে-কে।
যুব সেনা নেতা রাহুল কানালের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন কেআরকে। ২০২০ সালের ৩০শে এপ্রিল ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে, কেআরকে লিখেছিলেন, ‘ঋষি কাপুরের মরা উচিত নয়, কারণ মদের দোকান শীঘ্রই খুলে যাবে’।
প্রয়াত অভিনেতা ইরফান খানকেও কালিমা লিপ্ত করবার চেষ্টা করেছিলেন কেআরকে। সংবাদ সংস্থা পিটিআইকে মুম্বই পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, ‘আমরা কেআরকে-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং অন্য ধারায় মামলা দায়ের হয়েছে’।
বলিউড তারকাদের নিয়ে প্রতিদিনই বিষোদগার করেন কামাল রশিদ খান। সলমন থেকে অক্ষয় কিংবা করণ থেকে বিরুষ্কা- তারকাদের আক্রমণ শানাতেই এখন ব্যস্ত থাকেন কেআরকে। কেআরকে-র বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছিলেন সলমন খানও। অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন কেআরকে, যদিও বিতর্কিত টুইট এবং ফিল্ম রিভিউ-এর জন্যই চর্চায় থাকেন তিনি।
দু-দিন আগেই অনুষ্কা শর্মা নিয়ে বিতর্কিত টুইট করেন কেআরকে। বিরাট কোহলির ডিপ্রেশনের জন্য অভিনেত্রীকে দায়ী করেন তিনি। সেই নিয়ে রীতিমতো ট্রোলড হতে হয় তাঁকে।
সংবাদ শিরোনামে থাকার জন্য প্রতিদিনই কিছু না কিছু কীর্তি ঘটান কেআরকে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী সম্প্রতি কিন্তু খান পদবী ত্যাগ করে 'কুমার' (Kamal R Kumar) হয়েছেন। নিজের স্ত্রীর পদবী গ্রহণ করেছেন কেআরকে! আরও পড়ুন- ডিপ্রেশনের পোকা বিরাটের মাথায় ঢুকিয়েছে অনুষ্কা! বিস্ফোরক অভিযোগ বলিউড অভিনেতার
২০০৬ সালে মুন্না পাণ্ডে বেরোজগার বলে একটি ভোজপুরী ছবিতে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘দেশদ্রোহী’ ছবিতে দেখা যায় তাঁকে। এই ছবির প্রযোজকের আসনেও ছিলেন কেআরকে। বক্স অফিসে চরম ব্যর্থ হয় এই ছবি। রীতিমতো খিল্লি হয়েছিল ‘দেশদ্রোহী’ নিয়ে। পরবর্তীতে ‘এক ভিলেন’ ছবিতে দেখা গিয়েছিল কেআরকে-কে।