চিপসের মধ্যে Lays অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের একাধিক ফ্লেভর বাজারে উপলব্ধ আছে। কোনওটা ঝাল, কোনওটা মিষ্টি, কোনওটা বা টক ঝাল। কিন্তু সব কিছুর মধ্যে সাধারণ মানুষের মনে আজও সেরা হিসেবে জায়গা করে আছে এটির ম্যাজিক মশলা ফ্লেভর। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে এই চিপসের যে স্পাইসিভাব সেটা অনেকটাই কমে গিয়েছে। ফলে কোম্পানিকে পড়তে হয়েছে কটাক্ষের মুখে। কিন্তু এবার এই চিপসের এই বিখ্যাত ফ্লেভরের বিষয়ে আওয়াজ তুলে মাঠে নেমেছেন এক জনপ্রিয় ইনস্টাগ্রাম ব্যবহারকারী জেরভান বুনশা। তিনি Lays এবং তার বর্তমান সময়ের ফ্লেভরকে একহাত নিয়েছেন তাও মজাদার ভাবে। আর তাঁর বলার ধরনের থেকে পয়েন্ট সবটা সঙ্গে সহমত পোষণ করেছেন সাধারণ মানুষ। মজা পেয়েছেন তাঁর ভিডিয়ো দেখে।
ভিডিয়োর শুরুতে দেখা যায় তিনি রাগত ভাবে বলছেন, 'এটা কী? আপনারা এই ম্যাজিক মশলা ফ্লেভরকে এটা কী করেছেন? সেই ম্যাজিকটাই আর নেই। এটা মিঠা মশলা। আপনারা কী করেছেন আপনারা নিজেরাও জানেন না। এই একটা মাত্র জাঙ্ক ফুড যেটা আমি খেতাম, সেটাকেও এই অবস্থা করে দিয়েছেন। এর আগে গোটা বিশ্ব ম্যাজিক মশলা ফ্লেভরকে এনজয় করে খেত আর আপনারা এখন এটিকে গুজরাটি শাকের কারি বানিয়ে দিয়েছেন। আমি সাধারণত কোনও কিছুর হয়ে প্রচার করি, কিন্তু আজ এটা না খাওয়ার জন্য বলছি। এটা খাওয়ার যোগ্য নয়, ডাস্টবিনে যাওয়ার যোগ্য।' তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'এটা ম্যাজিক মশলা নয় ট্র্যাজিক মশলা। আমাদের এই ভালোবাসার কোনও কদর আছে কি আপনাদের?'
আরও পড়ুন: হাতে ফোনের টর্চ, গলায় বন্দে মাতরম, ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেন ভাসল রহমানের সুরে
আরও পড়ুন: দেওয়ালে লেগে চুইংগাম, সেটাই টেনে চিবোচ্ছেন এক মহিলা! কাণ্ড দেখে কী বলছে নেটপাড়া?
ইতিমধ্যেই এই ভিডিয়োতে ২ লাখ ৭৫ হাজারের বেশি লাইক পড়েছে। কমেন্ট করেছেন একাধিক মানুষ। অনেকেই Lays কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় এভাবে লেখার পর Lays-এর তরফে তাতে উত্তর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে যে তারা আবারও ম্যাজিক মশলা ফ্লেভরকে আগের মতোই মশলাদার করে দেবেন। Lays-এর তরফে জানানো হয়েছে, 'আমরা জানি ভারতের এই ম্যাজিক মশলা ফ্লেভর আপনাদের পছন্দের, আর আপনারা সেই ম্যাজিক আবার ফেরত চাইছেন। আমরা আবার এটিকে ফেরত নিয়ে আসছি। চিন্তা করবেন না।'