শেষ হতে চলেছে লাভ বিয়ে আজকাল। এক বছর পূর্ণ করার আগেই থামছে এই ধারাবাহিকের পথ চলা। মাত্র আট মাসেই শেষ হচ্ছে ওম এবং শ্রাবণের সফর। আর সেই সফরের শেষ দিনের শ্যুটিং হয়ে গেল এদিন। প্রকাশ্যে এল শেষ দিনের ছবি।
আরও পড়ুন: 'অবসাদে ডুবে গিয়েছিলাম...' দাপিয়ে কাজ করছেন, তবুও কেন ডিপ্রেশনের শিকার হন 'ফুলকি'র শালিনী?
লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং
আগামী ২৪ এপ্রিল শেষবারের মতো সম্প্রচারিত হবে লাভ বিয়ে আজকাল ধারাবাহিক। স্টার জলসার এই মেগার শেষ দিনের শ্যুটিং হয়ে গেল। এই ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা শেষ দিনের শ্যুটিংয়ের ছবি প্রকাশ্যে এনেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে লাভ বিয়ে আজকালের প্রধান মুখ যাঁরা তাঁরা সকলে মিলে সেলফি তুলে পোস্ট করেছেন। ভেঙ্কি ওরফে অভ্যুদয় দে সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং ওম সাহানির একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিয়ো আবার কোলাজ করে শেয়ার করেছেন। তৃণা সাহা ওরফে শ্রাবণও একটি মিষ্টি ভিডিয়ো এদিন শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য এই ধারাবাহিক শেষ হওয়ার কারণে তাঁদের সকলেরই মন খারাপ।
আরও পড়ুন: ছোট্ট ‘পোস্ত’ এবার মস্ত 'দাবাড়ু'! প্রকাশ্যে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঝলক
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'
টিআরপিতে বিগত কয়েক মাস ধরেই যেন হালে পানি পাচ্ছিল না লাভ বিয়ে আজকাল। নায়িকার মুখ বদল করেও বিশেষ লাভ হয়নি। ওম, তৃণার ভালো অভিনয়, রসায়ন কাজে আসেনি। ফলে তাই মাত্র আট মাসেই শেষ হচ্ছে লাভ নিয়ে আজকাল। এই ধারাবাহিকের জায়গায় আগামী ২৫ এপ্রিল থেকে আসছে রোশনাই।
আরও পড়ুন: একসঙ্গে দুজন মহিলার সঙ্গে মাখোমাখো প্রেম! তারপর...? জীবনের গোপন গল্প ফাঁস করে কী বললেন কার্তিক?
রোশনাই প্রসঙ্গে
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবা শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীকে। এছাড়া অন্যান্য ভূমিকায় থাকবেন উষসী চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রমুখ। এই ধারাবাহিকটি ২৫ এপ্রিল থেকে সন্ধ্যা সাড়ে আটটায় সম্প্রচারিত হবে।