মধুপ্রিয়া চৌধুরী এখন টলিউডের অতি চেনা মুখ। তিতলি ধারাবাহিকের মাধ্যমে তিনি ছোট পর্দায় ডেবিউ করেছেন। এরপর আরও কয়েকটি মেগায় দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে তিনি স্টার জলসার হিট মেগা তোমাদের রাণীতে দেবযানীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সবার। কিন্তু এই মিষ্টি মেয়েটি কি সিঙ্গল? যদি তাই হন তাহলে তাঁর কেমন পুরুষ পছন্দ প্রেমিক হিসেবে?
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
মধুপ্রিয়া কেমন পুরুষ পছন্দ করেন প্রেমিক হিসেবে?
মধুপ্রিয়া চৌধুরী সম্প্রতি টিভি ৯ বাংলার মুখোমুখি হয়েছিলেন। সেখানেই সাক্ষাৎকারে জানান, 'আমি একেবারেই সিঙ্গল। আমি এসব বিষয় একদমই লুকাই না।' তাহলে কেমন প্রেমিক চান তিনি? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান যে পুরুষ বুদ্ধিমান তিনি তাঁর প্রতিই আকৃষ্ট হন। মগজাস্ত্র তাঁর কাছে সব থেকে বেশি আকর্ষণীয় বলেই জানান। এরপর তিনি ব্যাখ্যা করে জানান, 'আমি কুমোরটুলিতে যে ধরনের প্রেমিক অর্ডার দিয়েছিলাম পাইনি এখনও। যে পুরুষরা পড়াশোনা করেন, বুদ্ধিমান তাঁদেরই পছন্দ আমার। কোন পুরুষ কতটা সুন্দর সেটা জরুরি নয়, তাঁদের সৌন্দর্য ম্যাটার করে না। ব্রেন ইজ দ্য নিউ সেক্সি। ফলে বুদ্ধি আর মেধা না থাকলে আমার মন পাওয়া চাপের বিষয়।'
আরও পড়ুন: প্রতিবারের মতো এবারেও মথুরা ভ্রমণ সৌমিতৃষার, কেকের বদলে প্রসাদ খেয়ে জন্মদিন উদযাপন দেবের নায়িকার
আরও পড়ুন: এবারের শীতেই ছাদনাতলায় যাচ্ছেন রূপসা! কবে বিয়ে করছেন সায়নদীপকে? মেনুতে থাকছে কোন চমক?
সোজাসুজি না বললেও মধুপ্রিয়া আভাস দেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়দের তাঁর পছন্দ। তাঁদের সঙ্গে তিনি আগামীতে কাজ করতে চান হলেও জানান। এটা তাঁর অন্যতম 'স্বপ্ন।'
আরও পড়ুন: দুর্দান্ত গেয়েও দীপন বাদ! ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফাইনালে বাংলার অনন্যা - শুভদীপ, আছেন আর কারা?
আরও পড়ুন: ফিরছে শুভশ্রী - দেবালয় জুটি! উপন্যাসভিত্তিক ইন্দুবালা ভাতের হোটেলের পর এবার কোন গল্পের পালা?
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছয়টা নাগাদ থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দেখা যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় আছেন রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, প্রমুখ। এই ধারাবাহিকের প্রধান জুটি দুর্জয় এবং রাণী দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়।