তিরিশ বছর পুরনো স্মৃতি ফেরালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জনপ্রিয় গান 'দিদি তেরা দেওয়ার দিওয়ানা'-তে পরা বেগুনি শাড়ি লুকে ফের একবার ধরা দিলেন অভিনেত্রী। ৩০ বছর আগে সূরজ বরজাতিয়ার ছবিতে যেভাবে ছিলেন, আবারও ঠিক একই রকম লুকে ধরা দিলেন মাধুরী দীক্ষিত।
সুপারহিট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ থেকে নিশার লুক রিক্রিয়েট করেছেন মাধুরী। আপনি যদি রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার মনে থাকবে এই ছবির 'দিদি তেরা দেওয়ার দিওয়ানা' গানে বেগুনি রঙের শাড়ি পরেছিলেন মাধুরী। আরও পড়ুন: এই হিট গানটি নাকি গাইতেই চাননি পঙ্কজ! শিল্পীর পুরনো গল্প শোনালেন মহেশ ভাট
জানিয়ে রাখি যে 'হাম আপকে হ্যায় কৌন' ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। এতে সলমন খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মাধুরী। ছবিটি বক্স অফিসে সুপারহিট প্রমাণিত হয়। ছবিটির গান আজও শ্রোতাদের ঠোঁটে লেগে আছে। যখন 'হাম আপকে হ্যায় কৌন' মুক্তি পায়, তখন মাধুরী দীক্ষিতের বয়স ছিল ২৬ বছর। এখন তার বয়স ৫৬। কিন্তু অভিনেত্রীর তখন আর এখনের ছবি পাশাপাশি রাখলে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে। আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ হারালেন ভোজপুরী গায়িকা-সহ ৯ জন, বিহারে মর্মান্তিক ঘটনা
মাধুরীর এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভাইরাল ভায়ানি। ৫৬ বছর বয়সে এসেও আগুন ধরানো লুকে ধরা দিয়েছেন বলি ডিভা। বছরের পর বছর ধরে মাধুরী দীক্ষিত নিজেকে ফিট এবং সৌন্দর্য ধরে রেখেছেন। এত বছর পরও তিনি সিনেমা এবং ছোট পর্দায় সক্রিয়। আজও অভিনেত্রীর নাচ সমান জনপ্রিয় দর্শকমহলে।
আপাতত ডান্স দিওয়ানে ৪-এর বিচারকের আসন সামলানোর পাশাপাশি মাধুরী ব্যস্ত তাঁর মারাঠি সিনেমা পঞ্চক নিয়ে। যার জন্য প্রযোজক হয়েছেন। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। কোঙ্কনের মনোরম পটভূমিতে সেট করা, পঞ্চক একটি ডার্ক কমেডি, যা কুসংস্কার এবং মৃত্যু ভয়ের থিমগুলিকে হাইলাইট করে।
গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (আইএফএফআই) ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয় মাধুরীকে। শেষবার পর্দায় দেখা গিয়েছে আনন্দ তিওয়ারি পরিচালিত মাজা মা ছবিতে। এটির আগে, মাধুরী ২০২২ সালের নেটফ্লিক্স শো, 'দ্য ফেম গেম'-এ অভিনয় করেছিলেন।