মা আসছেন! দেবী দুর্গার আগমনের মানেই ছোটপর্দায় তোরজোর শুরু মহালয়ার অনুষ্ঠানের। দুর্গতিনাশিনীর কাহিনিকে নতুন চমক দিয়ে পর্দায় তুলে ধরতে দুই প্রধান চ্যানেলের জোর টেক্কা। এই বছর স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গা হিসাবে ধরা দেবেন কোয়েল মল্লিক। অন্যদিকে মহিষাসুরমর্দিনী রূপে জি বাংলার মুখ ‘জগদ্ধাত্রী ’ অঙ্কিতা মল্লিক। সেই নিয়ে হইচই কাণ্ড দুই নায়িকার ভক্তদের। আরও পড়ুন-মহিষাসুরমর্দিনী অঙ্কিতা, শিব অভিষেক, উমা দিতিপ্রিয়া! জি বাংলার মহালয়ায় এবার অসুর কে?
এই বছর স্টার জলসার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ‘যা দেবী সর্বভূতেষু’। বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রথম প্রোমো সামনে আনল চ্যানেল। আলতা রাঙা হাতে ত্রিশূল, সুশোভিত ত্রিনয়নে মুগ্ধ করলেন কোয়েল। অন্যদিকে দুর্গতিনাশিনীর বেশে অঙ্কিতার ঝলকও সামনে এসেছে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম চর্চিত অভিনেত্রী অঙ্কিতা। তবে কোয়েলের সামনে ফিকে অঙ্কিতা, দাবি নেটপাড়ার একাংশের। অনেকেই অঙ্কিতার দুর্গার লুক পছন্দ হয়নি।
কোয়েল ভক্তরা তো অঙ্কিতার সঙ্গে তাঁর প্রিয় নায়িকার তুলনাতেই যেতে চান না। তাঁদের মতে, অভিজ্ঞ কোয়েল রূপে-গুণে-অভিনয়ে অঙ্কিতার চেয়ে অনেকখানি এগিয়ে। ছেড়ে দেওয়ার পাত্র নন জ্যাস স্যানালের ভক্তরাও। একজন লেখেন- ‘অঙ্কিতাকে ভালো লাগে কিন্তু কোয়েলের সঙ্গে ওর তুলনা চলে না’। অপর একজন লেখেন- ‘কী দিনকাল এল, শেষে কোয়েলের সাথে জগা খিচুড়ির তুলনা জাস্ট হাস্যকর’। অপর এক নেটিজেন লেখেন- ‘কোথায় কোয়েল মল্লিক, আর কোথায় দুদিনের সিরিয়ালের নায়িকা’।
এবারে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম হচ্ছে ‘নবপত্রিকা’। আর এবার জি-এর নায়িকারাই দেবীর নানা রূপ হয়ে ধরা দেবেন পর্দায়। অঙ্কিতা ছাড়াও থাকবেন শ্রুতি দাস, শ্বেতা ভট্টাচার্যরা। জি বাংলার ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়া রায়ও থাকবেন নবপত্রিকা-র অংশ হিসাবে। এবার মহাদেব হিসাবে অঙ্কিতার পাশে থাকবেন ‘ফুলকি’-র রোহিত অর্থাৎ অভিষেক বসু। আর মহিষাসুর হবেন ডান্স বাংলা ডান্সের অর্ণব। শ্যুটিং পর্ব ইতিমধ্যেই সেরে ফেলেছেন কলাকুশলীরা।
এই বছর ১৪ই অক্টোবর মহালয়া। ওইদিন সাত সকালে স্টার জলসার পর্দায় আবারও ত্রিশূল হাতে অসুরদলন করতে দেখা যাবে কোয়েলকে। দু-বছর আগে কালার্স বাংলা চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েলকে। সে-বারও স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের হাতেই তৈরি হয়েছিল ওই অনুষ্ঠান। ছেলে কবীরের জন্মের পর এই নিয়ে দ্বিতীয়বার দুর্গা সাজবেন কোয়েল। মজার বিষয় হল, এই বছর স্টার জলসার পাশাপাশি কালার্স বাংলাতেও দেবী দুর্গা হিসাবে কোয়েলকেই দেখতে পাবে দর্শক। কারণ এবার নতুন কোনও মহালয়া তৈরি হচ্ছে না কালার্স বাংলায়। পুরোনো মহালয়ার ঝলকই উঠে আসবে পর্দায়।