বাংলা নিউজ > বায়োস্কোপ > বাঙালি পরিচালকের হাত ধরে পর্দায় মুলায়ম সিং যাদবের বায়োপিক, প্রকাশ্যে ট্রেলার

বাঙালি পরিচালকের হাত ধরে পর্দায় মুলায়ম সিং যাদবের বায়োপিক, প্রকাশ্যে ট্রেলার

মুলায়ম সিং যাদবের বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে 

মুলায়ম সিং যাদবের ভূমিকায় অভিনয় করছেন কলকাতার ছেলে অমিত শেঠি। পরিচালনায় শুভেন্দু রাজ ঘোষ। 

উত্তর প্রদেশের এক সাধারণ স্কুল চিটার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উঠবার এক কাহানি নয়, বাস্তবের গল্প উঠে আসবে পরিচালক শুভেন্দু রাজ ঘোষের  ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ ছবিতে। মনমোহন সিং, নরেন্দ্র মোদীর পর এবার বলিউডের পর্দায় উঠে আসতে চলেছে মুলায়ম সিং যাদবের বায়োপিক। বুধবার সামনে এল ছবির ট্রেলার। এই ছবিতে ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের চরিত্রে দেখা যাবে কলকাতার ছেলে অমিত শেঠিকে। মুলায়মের বায়োপিকে অভিনয় করেছেন মিমো চক্রবর্তী, গোবিন্দ নামদেব, মুকেশ তিওয়ারি, জরিনা ওয়াহাব এবং টলিউডের অপর পরিচিত মুখ রণজয় বিষ্ণু।  

দেখে নিন ছবির ট্রেলার-

সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও দেশের অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন মুলায়ম সিং যাদব। সত্তরের দশকে যখন ভারতীয় রাজনীতিতে ‘বংশবাদ’ প্রচলিত প্রথা ছিল তখন স্রোতের বিপরীত মেরুতে অবস্থান ছিল পেশায় স্কুল শিক্ষক মুলায়াম সিং যাদবের। ছোট থেকেই কুস্তি লড়তে ভালোবাসতেন মুলায়ম সেখান থেকে আচমকাই রাজনীতির দঙ্গলে নেমে পড়েন তিনি। ডক্টর রামমোনহর লুইয়ার হাত ধরেই তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশ। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করলে সেই সময় একটানা ১৯ দিন জেলে কাটিয়েছেন মুলায়ম। তাঁর সেই সব কঠিন লড়াইয়ের ছবি ফুটে উঠবে ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ এ। উল্লেখ্য সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। 

মুলায়ামের চরিত্রে অমিত শেঠি। 
মুলায়ামের চরিত্রে অমিত শেঠি। 

ট্রেলার মু্ক্তির দিন পরিচালক শুভেন্দু রাজ ঘোষ জানালেন,'আমি গর্বিত এইরকম একটা অজানা লড়াইয়ের গল্প দুনিয়ার সামনে নিয়ে আসতে পেরে। সত্যি ঘটনাই এই ছবিতে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা,আশা করছি দর্শকদের পছন্দ হবে'।

এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে পরিচালক জানিয়েছিলেন, ‘একদিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুলায়াম সিং যাদবকে নিয়ে একটা অনুষ্ঠান দেখি। অবাক হয়ে যাই ওই বিশ্লেষণ মূলক আলোচনা শুনে! এই প্রথম মুলায়ম সিং সম্বন্ধে ভালো করে জানলাম। জীবনের প্রতিটা ধাপেই টুইস্ট। যেন সিনেমার জন্য সাজানো স্ক্রিপ্ট! সেদিন থেকেই এই বায়োপিক বানানোর ভাবনা মাথায় আসে’।

সব কিছু ঠিকঠাক থাকলে  'এম এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশন'-এর প্রযোজনায় আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে চলেছে এই ছবি। 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.