ধুনুচি নাচে পরিচালক অনুরাগ বসুকে জোরদার টক্কর দিচ্ছেন মালাইকা আরোরা। সেরকমই এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ধুনুচি হাতে মাল্লাকে পা মেলাতে দেখা গিয়েছে বাঙালি পরিচালক অনুরাগের সঙ্গে। দুর্গা পুজোর দশমী স্পেশ্যাল এই ধুনুচি নাচে নেটিজেনদের মন জয় করেছেন অভিনেত্রী।
‘সুপার ডান্সার ৪’-এ বিচারকের আসনে চলতি সপ্তাহে দেখা যাবে মালাইকাকে। শিল্পা শেট্টির পরিবার করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর পক্ষে শ্যুটে আসা সম্ভব হয়নি। সেক্ষেত্রে শিল্পার পরিবর্তে এই ডান্স রিয়েলিটি শো-র বিচারকের আসনে বসেছেন মালাইকা। মহারাষ্ট্রে শ্যুটিং বন্ধ থাকায় আপাতত দমনে হচ্ছে ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিং।
সেখানেই পরিচালক অনুরাগ বসু মালাইকাকে শিখিয়েছেন কীভাবে বাঙালির ভাসান স্পেশ্যাল ধুনুচি নাচ করতে হয়। যদিও আচমকা মালাইকাই অনুরাগের কাছে ধুনুচি নাচ শেখার আবদার করে বসেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অনুরাগও। ধুতি-পঞ্জাবি পরে স্টেজে উঠে মালাইকাকে মাটির ধুনুচি হাতে নিয়ে নাচ শেখাতে শুরু করেন। আর অনুরাগের দেখানো স্টেপ খুব সুন্দর করে ফলো করেন মালাইকা। ভিডিয়ো দেখে কে বলবে প্রথমবার ধুনুচি নাচ ট্রাই করছেন এই সুন্দরী! দু’জনের এই নাচ বেশ পছন্দ হয় শোয়ের সকলের।