উরফি জাভেদের পর এবার মাঝ আকাশে হেনস্থার শিকার হলেন মালায়ালি অভিনেত্রী দিব্যা প্রভা। এয়ার ইন্ডিয়ার বিমান (ফ্লাইট AI ৬৮১)-এ কোচি যাওয়ার পথে মদ্যপ সহযাত্রীর হেনস্থার মুখে পড়েন অভিনেত্রী। ছেড়ে দেওয়ার পাত্রী নন দিব্যা, উড়ান সংক্রান্ত সমস্ত তথ্য় প্রকাশ্যে এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সহযাত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগর দিয়েছেন দিব্যা। এখানেই শেষ নয়, বারবার আবেদন করা সত্ত্বেও বিমানসেবিকা বা কেবিন ক্রু তাঁর দিকে সাহায্যের হাত বাড়ায়নি বলে অভিযোগ দিব্যার।
দিব্যা জানান, বহুবার অভিযোগ জানানোর পর বিমান সেবিকারা তাঁর সিট বদলে দেয়। নিজের সুরক্ষার কথা ভেবে দেরি করেনি অভিনেত্রী। দিব্যা জানিয়েছেন ১০ই অক্টোবর তিনি মুম্বই থেকে কোচি ফিরছিলেন। সেই বিমানেই মদ্য়প ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানান দিব্যা। তাঁদের কথা মতোই বিমান বন্দরস্থিত পুলিশ সহায়তা কেন্দ্রের দ্বারস্থ হন। প্রমাণ স্বরূপ নিজের টিকিটও জমা দিয়েছেন তিনি।
দিব্যা অভিযোগের প্রতিলিপিতে জানান, ১২C সিটের প্যাসেঞ্জার নিজের সিটে না বসে দিব্যার পাশে-র সিটে (১২B) বসেন। দিব্যার সিট সংখ্যা ছিল ১২A। এরপর অকারণ তর্কাতর্কি শুরু করে। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁকে নির্দিষ্ট সিটে বসার অনুরোধ জানালে লাভের লাভ হয়নি, উলটে দুর্ব্যবহারের মুখে পড়েন দিব্যা। হেনস্থাকারীর বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি এয়ার ইন্ডিয়ার কর্মীদের তরফে, অভিযোগ অভিনেত্রীর।
ভবিষ্যতে অন্য কোনও মহিলা যাত্রীকে যেন এমন আচরণের মুখে না পড়তে হয়, এমনটাই চান দিব্যা। উড়ানে এমন অভব্য আচরণের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়, দাবি অভিনেত্রীর। মালায়ালি বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ দিব্যা।‘মালিক’,‘টেক অফ’, ‘ইতিহাস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
দিন কয়েক আগে উরফি জাভেদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। মদ্যপ অবস্থায় কিছু যাত্রী উরফির দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করলে প্রতিবাদ জানান ভাইরাল কুইন। সোশ্যালে পুরো ঘটনা প্রকাশ্যে এনে উরফি জানিয়েছিলেন-'আমি পাবলিক ফিগার, পাবলিক সম্পত্তি নই।'