বাংলা নিউজ > বায়োস্কোপ > Dhulokona: মালা বদল হল লালন-ফুলঝুরির! বিয়ের মেনুতে থাকল কী কী

Dhulokona: মালা বদল হল লালন-ফুলঝুরির! বিয়ের মেনুতে থাকল কী কী

সাত পাক ঘুরল লালন-ফুলঝুরি।

দীর্ঘ বিরহ পর্বে ইতি। শেষমেশ চার হাত এক হয়েছে নায়ক-নায়িকার। ঝলমলে আলো, উলুধ্বনির মাঝে হল শুভদৃষ্টি, মালাবদল। 'এই ধারাবাহিকেই আমি তিন-চার বার বউ সেজে ফেললাম', কথা শেষ না করতেই হেসে উঠলেন পর্দার নব বধূ মানালি দে।

হোক না নকল বিয়ে! কিন্তু হইচই কিছু কম হচ্ছে না। সাতপাক ঘুরছে লালন-ফুলঝুরি। 'ধুলোকণা'র সেট জুড়ে এখন উৎসবের মরশুম।

দীর্ঘ বিরহ পর্বে ইতি। শেষমেশ চার হাত এক হয়েছে নায়ক-নায়িকার। ঝলমলে আলো, উলুধ্বনির মাঝে হল শুভদৃষ্টি, মালাবদল। 'এই ধারাবাহিকেই আমি তিন-চার বার বউ সেজে ফেললাম', কথা শেষ না করতেই হেসে উঠলেন পর্দার নব বধূ মানালি দে। খুশি দর্শক। সেই ছাপ পড়েছে চলতি সপ্তাহের টিআরপি রেটিংয়েও। ৮.০ পেয়ে ফের তালিকার শীর্ষে ধারাবাহিক।

মানালির কথায়, 'আমরা প্রত্যেকেই খুব পরিশ্রম করে কাজ করি। দর্শকের ভালোবাসা পেলে তো ভালোই লাগবে। লালন-ফুলঝুরির বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাস দেখে সত্যিই খুশি।'

এত ঘটা করে বিয়ে। তাক লাগানো আয়োজন। মেনুতে কী কী ছিল? প্রশ্ন শুনেই হেসে ওঠেন মানালি। বলেন, 'বিয়ে হোক বা না হোক, এখানে প্রায় প্রত্যেক দিনই ভুরিভোজ হয়। তবে বিয়ের দিন আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম। তা ছাড়া বাড়ি থেকে আনা টিফিনও ভাগাভাগি করে খাই আমরা। একদম স্কুলের মতো!'

গায়ে হলুদ থেকে ছাদনাতলা, প্রায় সাত দিন ধরেবিবাহ-পর্বের শ্যুট হয়েছে। আর তারই সঙ্গে চলেছে দেদার আড্ডা, হইহুল্লোড়। আপাতত লালন-ফুলঝুরির জীবনের নতুন অধ্যায়ের জন্য।

বন্ধ করুন