বাংলা নিউজ > বায়োস্কোপ > 12th Fail: 'ব্যাস অওকাত দেখিয়ে দিল...' ব্রার উপর আধখোলা শার্ট, ১২ ফেলের মেধার পুরনো ছবি দেখেই খচে লাল ভক্তরা!

12th Fail: 'ব্যাস অওকাত দেখিয়ে দিল...' ব্রার উপর আধখোলা শার্ট, ১২ ফেলের মেধার পুরনো ছবি দেখেই খচে লাল ভক্তরা!

১২ ফেলের মেধার পুরনো ছবি দেখেই খচে লাল ভক্তরা!

Medha Shankar-12th Fail: টুয়েলভথ ফেল ছবির নায়িকা মেধা শঙ্করের পুরনো ছবি খুঁজে বের করে তাতে জমিয়ে ট্রোল ভক্তদের।

টুয়েলভথ ফেল ছবিটির হাত ধরে এখন ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন মেধা শঙ্কর। কেবলই চর্চা মনোজের শ্রদ্ধাকে নিয়ে যে তাঁর প্রেমিককে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিল। সেই সহজ সরল শ্রদ্ধা থুড়ি মেধার এই রূপ মোটেই মেনে নিতে পারছেন না ভক্তরা। আর ব্যাস ওমনি শুরু হয়ে গিয়েছে ট্রোলের বন্যা! কী হয়েছে বিষয়টা?

মেধার পুরনো ছবি নিয়ে ট্রোল

মেধা শঙ্কর ওরফে টুয়েলভথ ফেল ছবির শ্রদ্ধা বেশ কয়েক বছর আগে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে ব্রার উপর একটি হলুদ শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। শার্টটি খোলা এবং তাঁর কাঁধ থেকে খসে পড়ছে। নিচে পরে আছেন কালো প্যান্ট। মাটিতে বসে সূর্যের দিকে তাকিয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। সেগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি আমার পাশে বসে সূর্যের সঙ্গে কথা বলছি।'

আরও পড়ুন: বিয়ের সাজে মিমি, ডি-ডের জন্য প্রস্তুত হয়েও কেন বললেন 'ভাল লাগছে না'

আরও পড়ুন: টুয়েলভথ ফেল সহ এবারের অস্কারের দৌড়ে ভারতের ৩টি ছবি! শাহরুখের ডাঙ্কি আছে কি তালিকায়?

আর মেধার এই ছবিগুলো নিয়েই শুরু হয়েছে ট্রোল। আসলে টুয়েলভথ ফেল ছবিতে মেধাকে চুড়িদার পরে একেবারে অন্য রূপে দেখেছেন সকলে। তাঁর চরিত্রটি ছবিতে যেভাবে তাঁর প্রেমিককে সাহায্য করেছে সেটা দেখে অনেকেই তাঁর মতোই প্রেমিকা চেয়েছেন মনে মনে। কিন্তু এ হেন মেধার এমন খোলামেলা পোশাক, এই লুক একেবারেই পছন্দ হয়নি ভক্তদের।

কে কী বলছেন?

এক ব্যক্তি মেধার এই পোস্টে লেখেন, 'আপনাকে কী ভেবে পছন্দ করা শুরু করেছিলাম, আর আপনি কী বেরোলেন।' আরেকজন লেখেন, 'টাকার কাছে সবাই বিকিয়ে যায়। আপনিই তার জ্বলন্ত প্রমাণ।' কেউ আবার মজা করে লেখেন, 'আরে চাপ নিও না বন্ধুরা, আমাদের মেধা বদলে গেছেন। এটা ওঁর পুরনো ছবি।' কেউ আবার এত নেতিবাচক মন্তব্য দেখে রেগে গিয়েছেন।

আরও পড়ুন: ফুরিয়েও ফুরোচ্ছে না সালারের দৌড়! ২৭ দিনে ৪০৪ কোটি আয় প্রভাসের ছবির

টুয়েলভথ ফেল ছবির প্রসঙ্গে

টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বিপরীতেই তাঁকে দেখা গিয়েছে এখানে।

বায়োস্কোপ খবর

Latest News

দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন ‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের ডাক্তারদের আন্দোলনে '২৩ জনের মৃত্যু', বলল রাজ্য, কাজে ফেরার নির্দেশ SC-র ফের অক্ষয়-প্রিয়দর্শন জুটি, ফিরছেন হরর কমেডি নিয়ে! কুণালকে সরাসরি চড় মারার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অভিনেত্রী, জবাব দিলেন নেতা ২০৩০ যুব অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিড করবে ভারত! জানালেন মনসুখ মাণ্ডভিয়া… এটা রাজনীতির মঞ্চ নয়!প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপের পদকের রঙ বদলানোয় বললেন কোচ RG কর-কাণ্ডের বিচার মিলিয়ে দিল ময়দানকে! ফের রাস্তায় তিন প্রধানের সমর্থকরা… আত্মতুষ্টি চলে আসলে আর কিছু শিখব না! বাংলাদেশ সিরিজে ডাক পেয়ে মন্তব্য আকাশ দীপের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.