শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস মুক্তি পেয়েছে শুক্রবারে। ২০২৪-এ মুক্তি পাওয়া প্রথম বলিউড সিনেমা হিসেবে বেশ ভালোই ব্যবসা করছে এই সিনেমা। থ্রিলার-ধর্মী এই সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফ আর বিজয় সেতুপতিকে।
১২ জানুয়ারি মাত্র ২.৫৫ কোটি দিয়ে খাতা খোলে এই সিনেমা। তবে শনিবারে ব্যবসা বাড়ল অনেকখানিই। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে ছবি প্রথম শনিবারে ঘরে তুলল ৩.৫০ কোটি।
আরও পড়ুন: ইরা-নুপূরের বিয়েতেও রেগে আগুন জয়া বচ্চন! ছিলেন শাহরুখ-সলমন,আর কারা এলেন সেজেগুজে
মেরি ক্রিসমাসের বক্সঅফিস কালেকশন:
ছবিটি প্রথম দিনে ২.৫৫ কোটির ওপেনিং পেয়েছে। ট্রেলার নিয়ে যেখানে এত আলোচনা হয়েছে, সেখানে এতকম অঙ্কের আয় চিন্তায় ফেলেছিল অনেককেই। তবে দ্বিতীয় দিনে, অর্থাৎ ১৩ জানুয়ারী শনিবার, মেরি ক্রিসমাস শ্রোতা এবং সমালোচকদের ইতিবাচক রিভিউকে সঙ্গী করে ৩৭% এর বৃদ্ধি দেখেছে। Sacnilk.com-এর প্রাথমিক অনুমান অনুসারে ৩.৫০ কোটি ঘরে এল শনিবারে । এইভাবে, ভারতে ছবিটির দুই দিনের নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৬.০৫ কোটি।
ক্যাটরিনা এবং বিজয়ের সিনেমা হিন্দি এবং তামিল দুটি সংস্করণে মুক্তি পেয়েছে। হিন্দিতে পার্শ্ব চরিত্রে ছিলেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কানন, এবং তিননু আনন্দ। অন্য দিকে, তামিল সংস্করণে রাধিকা শরৎকুমার, শানমুগরাজা, কাভিন জে বাবু এবং রাজেশ উইলিয়ামসদের দেখা গিয়েছে। তবে দুটি সংস্করণেই রাধিকা আপ্তে এবং অশ্বিনী কালসেকরের কেমিও রয়েছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার মেরি ক্রিসমাস হল বিজয় সেতুপতির তৃতীয় বলিউড সিনেমা। প্রথম ছিল মুম্বইকার, যা এসেছিল জিও সিনেমাতে। অন্য দিকে, শাহরুখ খানের জওয়ান-এও ছিলেন তিনি। যা ১১০০ কোটির উপর ব্যবসা করেছিল। অন্য দিকে, ক্যাটরিনাকে শেষবার সলমন খানের সঙ্গে স্পাই থ্রিলার টাইগার ৩-এ দেখা গিয়েছিল, যা বিশ্বব্যাপী ৪৫০ কোটি আয় করেছিল।
এক হাসিনা থি, জনি গাদ্দার, এজেন্ট বিনোদ, বদলাপুর এবং আন্ধাধুনের পর মেরি ক্রিসমাস হল শ্রীরাম রাঘবনের ৬ নম্বর সিনেমা। এর আগে প্রতিটি সিনেমাই ছাপ ফেলে গিয়েছিল দর্শক মনে। তাঁর পরবর্তী সিনেমা হল ইক্কিস। যা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক অরুণ ক্ষেত্রপাল। এটি ২০২৫ সালের ১০ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রধান চরিত্রে রয়েছেন অগস্ত্য নন্দা আর ধর্মেন্দ্র।