এতদিনে সকলেই জেনে গিয়েছেন নন্দিনীর নতুন হোটেলর কথা। ডালহৌসির অফিসপাড়ার স্মার্ট দিদি নন্দিনী এবার চলে এসেছেন নিউটাউনে। আকাঙ্খা মোড়ে দোকান খোলার কথা আগেই জানিয়েছিলেন। ১২ জানুয়ারি রেখেছিলেন সেই দোকানের উদ্বোধন। বেশ ঘটা করেই নতুন জার্নি শুরু করলেন স্মার্ট দিদি।
নন্দিনীর মুখে বরাবরই শোনা গিয়েছে, ডালহৌসির দোকানটা তাঁর নয়। ভাড়ায় নেওয়া। নিজের দোকান খোলার শখও যে তাঁর আছে, জানিয়েছিলেন বেশ কয়েকবার। বলেছিলেন, নিউটাউন আর সাউথ কলকাতায় হোটেল খোলার ইচ্ছে আছে। আর তারমধ্যে একটি স্বপ্ন পূরণ করে ফেললেন ২০২৪ সালের শুরুতেই।
নিউটাউনের দোকান উদ্বোধনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। জীবনের এই বিশেষ দিনে পরেছিবেন নীল রঙের হ্যান্ডলুমের শাড়ি। সঙ্গে নিয়েছিলেন কালো একটি চাদরও। কাটলেন কেক। আর কেক কেটেই নন্দিনী তা তুলে দিলেন পাশে দাঁড়িয়ে থাকা বাবার মুখে। বেশ কিছু ইউটিউবারও সামিল হয়েছিলেন উদ্বোধনে। সকলে মিলে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে ভুলল না স্মার্ট দিদিকে।
নতুন দোকানের নাম রেখেছেন ‘নন্দিনীদির হেঁশেল’। সকলের কাছে এখন তিনি পরিচিত নন্দিনী দিদি নামেই। কেউ কেউ ডাকে স্মার্ট দিদি বলেও। যদিও ভালো নাম মমতা গঙ্গোপাধ্যায়। খাবারের দোকান চালানোর পাশাপাশি তিনি পা রেখেছেন অভিনয় জগতেও। তিন সত্যি নামের একটি সাসপেন্স থ্রিলারে তাঁকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। সেইঅ সিনেমায় রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও। একইসঙ্গে খুলেছেন নিজের ইউটিউব চ্যানেলও।
করোনা লকডাউন চলাকালীনই স্থায়ী চাকরি ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়। তার আগে বেঙ্গালুরুর এক হোটেলে কাজ করতেন তিনি। মা-বাবা কলকাতায় থেকে চালাতেন এই দোকানটি। হঠাৎই অসুস্থ হয়ে পড়ে নন্দিনীর মা। বাবার পক্ষে দোকানের এত কাজ সামলানো হয়ে পড়ে কঠিন। বিপদে পড়ে বাবা ডাকেন মেয়েকে। আর বাবার ডাকে সাড়া দেন নন্দিনী নিজেও। তারপর থেকে কাঁধে নিয়েছেন ডালহৌসির দোকানটির দায়িত্ব। রান্না থেকে পরিবেশন, সব কিছু করেন তিনি। এমনকী, গ্রাহকদের থেকে টাকাপয়সার হিসেব বুঝে নেওয়ার দায়িত্বও তাঁরই উপরে। আর এসবের সঙ্গে অনুরাগীদের সেলফি তোলার চাহিদা পূরণ তো আছেই। সঙ্গে দোকানে আসা ইউটিউবারদের প্রশ্নের জবাবও দিয়ে যান সমানতালে।
নতুন দোকান নিয়ে নন্দিনীকে শুভেচ্ছা জানালেন নেট-নাগরিকরা। একজন লিখলেন, ‘খুব খুশি তোমার জন্য। একদিন নতুন দোকানেও অবশ্যই যাব’। আরেকজন লিখলেন, ‘তাহলে কি ডালহৌসি গেলে আর তোমার সঙ্গে দেখা হবে না?’