টলিউডের ছোট পর্দার অন্যতম চেনা মুখ হলেন শোলাঙ্কি রায়। কেবল ছোট পর্দা কেন, বড় পর্দা, ওয়েব মাধ্যম সবেতেই তিনি দাপিয়ে কাজ করেছেন। তবে তাঁর কাজ ছাড়াও ব্যক্তিগত জীবনের জন্য অনেক সময়ই তিনি চর্চায় উঠে এসেছেন। কানাঘুষোয় শোনা যায় তিনি নাকি চুপিচুপি প্রেম করছেন সোহম মজুমদারের সঙ্গে। এবার সেই বিষয়ে স্পষ্ট করে কী জানালেন অভিনেত্রী?
সোহমের সঙ্গে প্রেম চর্চা নিয়ে কী বললেন শোলাঙ্কি?
সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে শোলাঙ্কি রায় জানিয়েছেন তিনি সিঙ্গল। এদিন যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি যে আরব সাগরের পাড়ে বারবার ছুটে যান সেটা কি বিশেষ কোনও কারণে। তিনি যে বর্তমানে অনেকটা সময় মুম্বইতে থাকেন সেটা কি কেবল কাজের জন্য নাকি কোনও বিশেষ বন্ধু আছে ওখানে তাঁর জন্য? এই প্রশ্নে শোলাঙ্কি সাফ সাফ জানান, 'আমার কোনও স্পেশ্যাল ফ্রেন্ড নেই।' এরপর যখন তাঁকে পুনরায় জিজ্ঞেস করা হয় সোহমের সঙ্গে তাঁর কী সম্পর্ক তখন তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন 'সোহম আমার খালি ভালো বন্ধু হয়।'
আরও পড়ুন: বাবলি শেষ হতে না হতেই প্রকাশ্যে রাজের নতুন কাজের খবর! এবার মিঠুনের ছবিতে শুভশ্রী
আরও পড়ুন: টিফিন ডেলিভারির আড়ালে মাদকের ব্যবসা শাবানার! প্রকাশ্যে 'ডাব্বা কার্টেল'-এর প্রথম ঝলক
কেবল শোলাঙ্কি নন, সোহমও আগে একই কথা জানিয়েছিলেন। এর আগে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন যতই চর্চা চলুক তাঁর এবং শোলাঙ্কির প্রেম নিয়ে, তিনি তাঁর ব্যক্তিগত বিষয়ে নিয়ে কোনও কথা এখনই বলতে চান না। বরং তাঁর সম্পূর্ণ ফোকাস রাখতে চান কাজেই।
অভিনেত্রী মুখে এটা বললেও, মাঝে মধ্যেই মুম্বইয়ে একই জায়গা থেকে তাঁদের আলাদা আলাদা ছবি পোস্ট করতে দেখা যায়। আর সেই দেখেই ভক্তদের অনুমান দিলখুশ অভিনেতার সঙ্গে খুশি আছেন শোলাঙ্কি। তবে আপাতত সে কথা মানতে নারাজ অভিনেত্রী। তবে তিনি এটা জানিয়েছেন মুম্বইতে তাঁর বহু বন্ধু হয়েছে। এখন তিনি সেখানে কাজের চেষ্টা করছেন।
আরও পড়ুন: অরিন্দম নয়, সৃজিতের হাত ধরে শহরে আসছে নতুন গোয়েন্দা বিদ্যুৎলতা বটব্যাল?
আর বিয়ে? সেই প্রসঙ্গ উঠতে তিনি এদিন জানিয়েছেন করতেও পারেন, না পারেন। তবে তাঁর কাছে বিয়ের থেকে জরুরি একজন ভালো পার্টনার পাওয়ার। এই বিষয়ে বলে রাখা ভালো ২০১৮ সালে বন্ধু শাক্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁদের সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। ২০২৩ সালে আইনি ভাবে বিচ্ছেদ হয়েছে তাঁদের। এখন খাতায় কলমে হ্যাপিলি সিঙ্গল শোলাঙ্কি।