আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। তারপরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কাঞ্চন মল্লিক। ৫৩ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানের তোড়জোড়। নাচে গানে ২৯ ফেব্রুয়ারির রাত জমে উঠেছিল শ্রীময়ীর মেহেন্দির অনুষ্ঠানে। তার মাঝেই অভিনেত্রী জানালেন কী দেখে তিনি প্রেমে পড়েছিলেন কাঞ্চনের।
কাঞ্চনের কোন গুণে মুগ্ধ হন শ্রীময়ী?
বছর ২৭ এর শ্রীময়ী চট্টরাজ ৫৩ বছর বয়সী যুবক কাঞ্চনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শুধু তাই নয়, সমাজের চোখ রাঙানি, ট্রোলকে উপেক্ষা করেই ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তার আগে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল তাঁর মেহেন্দির অনুষ্ঠান। এর মাঝেই তিনি প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিকের কী দেখে মুগ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: অরিন্দম নয়, সৃজিতের হাত ধরে শহরে আসছে নতুন গোয়েন্দা বিদ্যুৎলতা বটব্যাল?
আরও পড়ুন: সোহমের সঙ্গে জোরদার প্রেম চর্চা, তার মাঝেই শোলাঙ্কির স্পষ্ট ঘোষণা 'আমার জীবনে ও...'
একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন কাঞ্চন কীভাবে তাঁকে 'পটিয়েছে' সেই কথা। অভিনেত্রীর কথায়, 'ও দারুণ সব কথা বলে। কথার জাদুতেই মহিলাদের ভুলিয়ে দেয় ও। আর সেটাকে হাতিয়ার করেই সব মেয়েদের ও ইমপ্রেস করে। আমাকেও তো সেই একই ভাবে পটিয়েছিল। আর আজ আমি ওকে বিয়ে করতে যাচ্ছি।'
তবে এই দাবি যে কেবল শ্রীময়ীর সেটা নয়। একই কথা শোনা গিয়েছিল কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি জানিয়েছিলেন, 'আমি ওঁর কথায় বিশ্বাস করেছিলাম। আসলে ও খুব ভালো কথা বলে। তাতেই সব মহিলারা মুগ্ধ হয়ে যান।'
আরও পড়ুন: এখনও ডাক্তার হল না, এদিকে ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!
আরও পড়ুন: টিফিন ডেলিভারির আড়ালে মাদকের ব্যবসা শাবানার! প্রকাশ্যে 'ডাব্বা কার্টেল' - এর প্রথম ঝলক
কাঞ্চন-শ্রীময়ীর প্রসঙ্গে
গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে কাঞ্চনের। তারপরই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে নতুন অধ্যায় শুরু করেন তিনি। আইনি ভাবে বিয়ে করেন শ্রীময়ী চট্টরাজকে। তখনই জানান ৬ মার্চ তাঁরা সোশ্যাল ম্যারেজ করতে চলেছে।
২৯ ফেব্রুয়ারি ছিল শ্রীময়ীর মেহেন্দি। সেদিন তিনি একটি কমলা লেহেঙ্গা পরেছিলেন। নাচে গানে জমে উঠেছিল সেই অনুষ্ঠান। ৬ মার্চ সমস্ত নিয়ম রীতি মেনেই তাঁরা গাঁটছড়া বাঁধবেন। উপস্থিত থাকবে তাঁদের দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা।