1/5সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন মিমি। নিজের অনুরাগীদের অবাক করে দেওয়ার কোনও সুযোগই ছাড়েন না তিনি। শুক্রবার যেমন মায়ের শাড়িতে সাজলেন অভিনেত্রী। ছবিও দিলেন ইনস্টায়।
2/5মিমির বেড়ে ওঠা জলপাইগুড়িতে। যদিও বিগত কয়েক বছর ধরে এখানেই আছেন তিনি। মায়ের কাছ থেকেই নিয়ে এসেছিলেন শাড়িখানা। তাতে শুধু নতুন পাড় বসিয়ে নিয়েছেন। এই ছবি দেখে চোখ ফেরাতে পারছে না নেটপাড়া।
3/5ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মায়ের কলেজের শাড়ি, সেই যখন জলপাই গুড়ি গেছিলাম নিয়ে এসেছিলাম, নতুন পাড় বসলাম, ব্লাউজটা একটু চাপালাম আর পরলাম। মনটা ভালো হয়ে গেল, মা ছবিটা দেখে বলল।’
4/5এই ছবিতে কমেন্ট পরেছেন পার্নো আর অঙ্কুশ দু'জনেই। অঙ্কুশ আর মিমির এরকম খুনসুটি আসলে চলতেই থাকে।
5/5মিমি লিখেছেন, ‘সবসময় ইতিবাচক চিন্তাধারা বজায় রাখুন। মনের মধ্যে উদ্বেগ কাজ করছে বুঝতে পারলে মজার ভিডিও বা অ্যানিমেশন দেখুন। কেন ভয় পাচ্ছেন বা উত্তেজিত হয়ে পড়েছেন সেটাও লিখে ফেলুন একটা জায়গায়।’ (ছবি-ইনস্টাগ্রাম)