বাংলা নিউজ > বায়োস্কোপ > Mira Rajput- Shahid Kapoor: আদরে মাখামাখি শাশুড়ি-বৌমা, শাহিদের মাকে জন্মদিনে ভালোবেসে কী বলে ডাকলেন মীরা?

Mira Rajput- Shahid Kapoor: আদরে মাখামাখি শাশুড়ি-বৌমা, শাহিদের মাকে জন্মদিনে ভালোবেসে কী বলে ডাকলেন মীরা?

মা নীলিমা আর বউ মীরার সঙ্গে শাহিদ। 

শাশুড়ির সঙ্গে একটা ভালোবাসা-মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মীরা রাজপুত। শাহিদ কাপুরের মা-র জন্য জন্মদিনে দিয়েছেন বিশেষ বার্তা। 

শাহিদ কাপুর-পত্নী মীরা রাজপুত ইনস্টাগ্রামে শাশুড়ি নীলিমা আজিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। ২ ডিসেম্বর ছিল নীলিমার ৬৪তম জন্মদিন। একটা হাসিখুশি ছবির সঙ্গে শাশুড়ির জন্য রাখলেন ভালোবাসা-মাখা বার্তাও।

ছবিতে দেখা যাচ্ছে শাশুড়িকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন মীরা। একগাল হাসি দুজনের মুখেই। শাহিদ-পত্নী পরে আছেন একটা সাদা রঙের সোয়েটার। নীলিমার গায়ে বেগুনি রঙের স্যুট। নীলিমার চুল খোলা, আর মিরা নিজের চুল বেঁধেই রেখেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে মীরা লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে মম @neliimanazeem। ভালোবাসায় ভরা, তরুণ হৃদয়, আর ডান্সিং ডিভা। লাভ ইউ মম।’

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে শাশুড়ি নিলীমা কথা বলেছিলেন ছেলের বউ মীরাকে নিয়ে। শাহিদের মা জানিয়েছিলেন, ‘হঠাৎ একটা বাচ্চা পেলে কেমন লাগবে? যার জন্য লেবার পেইনের মধ্যে দিয়ে যেতে হয়নি। বড়ও করতে হয়নি কষ্ট করে। একটা উপহারের মতো। এই বাচ্চাটা কীভাবে যেন আপনার জীবনের অঙ্গ হয়ে যাবে। মীরা আমাদের সবচেয়ে বড় আনন্দ দিয়েছে, মিশা আর জিজি (জেইন)-কে দিয়েছে আমাদের।’

শাশুড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মিমি। 
শাশুড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মিমি। 

প্রথম স্বামী পঙ্কজ কাপুরের সঙ্গে নীলিমা জন্ম দেন শাহিদ কাপুরের। দ্বিতীয় স্বামী রাজেশ খট্টরের সঙ্গে জন্ম দেন ছেলে ইশান খট্টরের। অন্য দিকে, ২০১৫ সালে বিয়ে হয় শাহিদ-মিরার। খুব অল্প বয়সেই শাহিদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দিল্লির এই মেয়ে। ২০১৬ সালে জন্ম মেয়ে মিশার আর ২০১৮ সালে ছেলে জেইনের। ছেলে-বরকে নিয়ে ওরলির সি-ফেসিং হাইরাইজে থাকলেও, যে কোনও অনুষ্ঠান মীরাকে কাটাতে দেখা যায় পরিবারের সঙ্গে। ফ্যামিলি আউটিংয়ের ছবিও তিনি হামেশাই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

 

বন্ধ করুন