বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai: চোট পেয়ে বাড়িতে মিঠাই, সোশ্যাল মিডিয়ায় মন খারাপের বার্তা! আবার কী হল সৌমিতৃষার

Mithai: চোট পেয়ে বাড়িতে মিঠাই, সোশ্যাল মিডিয়ায় মন খারাপের বার্তা! আবার কী হল সৌমিতৃষার

মন খারাপ মিঠাই-এর?

সৌমিতৃষার সোশ্যাল পোস্টে মন খারাপের সুর। কেমন আছেন দর্শকদের প্রিয় মিঠাই-রানি?

অসহ্য পিঠের যন্ত্রণায় ভুগছেন সৌমিতৃষা কুণ্ডু। আপাতত ১২ দিনের ছুটিতে আছেন। অভিনেত্রী জানিয়েছিলেন বহুদিন ধরেই পিঠে ব্যথা করছিল। কিন্তু তা অবহেলা করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে অবস্থা এখন এমন হয়েছে যে দাঁড়িয়ে শট দেওয়াটাও অসম্ভব হয়ে পড়েছে। সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠানামাও। শেষমেশ বাধ্য হয়েই চিকিৎসকে পরামর্শ নেন। প্রেস্ক্রিপশনে তাঁকে ২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ডেলি সোপের অভিনেতাদের জন্য একটানা ছুটি পাওয়া বেশ মুশকিলের। আপাতত ১২ দিন বাড়িতে থাকবেন বলেই জানান সৌমি সোশ্যাল মিডিয়ায়।

তবে এরই মাঝে সৌমিতৃষা কুণ্ডুর সোশ্যাল স্টোরি দেখে চক্ষুস্থির তাঁর ভক্তদের। অনেকেরই প্রশ্ন কেন হঠাৎ মন খারাপ হল মিঠাই-রানির। সৌমিতৃষা ইনস্টাগ্রামে পোস্ট করলেন, ‘এই বছরের সবচেয়ে বড় শিক্ষা হল সেই সমস্ত মানুষকে নিজের জীবনে গুরুত্ব দেওয়া, যা তারা আপনাকে কখনোই দেবে না।’

মিঠাই-এর এই পোস্ট দেখে কমেন্ট সেকশনে সৌমিতৃষার পাশে দাঁড়ালেন তাঁর অনুরাগীরা। কমেন্টে একজন লিখলেন, ‘এই শিক্ষা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মেলে না। যদি এগুলোকে পাশ কাটিয়ে নিজের জন্য ভাবা যেতে পারে তবে তার চেয়ে ভাল আর কিছু হয় না। কখনো কখনো ছোটখাটো ধাক্কাগুলোই আমাদের সঠিক দিশা দেখায়, আলোর পথে নিয়ে যায় আবার নিজেকে খুব করে ভালবাসতে শেখায়।’ অপরজন লিখলেন, ‘এই শিক্ষাটা সবসময় মাথায় রাখবে। পৃথিবীতে সবাই তোমার মতো হবে না, বেশিভাগ থাকবে যারা তোমার দুর্বলতার সুযোগ নেবে। এই যে তুমি ভুল থেকে শিক্ষা নিয়েছো এটাই তোমাকে পরবর্তীতে ভুল করা থেকে বাঁচাবে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘‘তুমি হারিয়ে যাওয়া র জন্য আসনি। সৌমিতৃষা সাবধানে থেকো। অযথা নিজেকে বিতর্কিত করে তুলো না। তোমার সময় এখন খুব গুরুত্বপূর্ণ। খুব চিন্তা-ভাবনা করে কাজ করবে। রাগকে দমন করবে। ধৈর্য্য ধরো, মনে রেখো ‘যে সয় সে রয়’। অনেকেই তোমাকে ট্র্যাপে ফেলতে চাইছে। বড়দের পরামর্শ নাও। আবার বলব তুমি হারিয়ে যাওয়ার জন্য আসনি।’’

গত বছরটা সরগরম ছিল টানা সৌমিতৃষা আর আদৃতের মধ্যে সমস্যা নিয়ে। খবর এসেছিল সৌমিতৃষা নাকি মন দিয়ে ফেলেছে আদৃতকে। কিন্তু মিঠাই-এর নায়ক পছন্দ করে সিরিয়ালের ‘দিদিয়া’ কৌশাম্বিকে। আর এই নিয়েই নাকি দূরত্ব বাড়ে দুজনের। এমনকী অবস্থা এমন হয় যে সৌমিতৃষা আর আদৃতের অনুরাগীদের মধ্যেও লড়াই শুরু হয়ে যায়। আর এখন তো কৌশাম্বির সব পোস্টে কটাক্ষ করার সুযোগ ছাড়ে না মিঠাই-প্রেমীরা। যদিও সৌমিতৃষা বরাবরই বুঝিয়ে দিয়েছেন এরকম কোনও জটিলতায় ঢোকার ইচ্ছে তাঁর একেবারেই নেই। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন